সময় সংবাদ রিপোর্ট :”মির্জাগঞ্জ স্টুডেন্ট’স ফোরাম,ঢাকা”দক্ষিন বাংলার একটি পরিচিত অরাজনৈতিক ছাত্র সংগঠনের নাম।প্রতি বছরের ন্যায় এবছরও সম্পন্ন হয়ে গেলো এই সংগঠন কতৃক আয়োজিত বার্ষিক ইফতার, দোয়া ও আলোচনা অনুষ্ঠান -২০২২ইং।গতকাল ২১ এপ্রিল ডাকসু ক্যাফেটোরিয়ায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব রুহুল আমিন সিপার(ডি আই জি),জনাব ড.কাজী জাকির হোসেন(সিনিয়র সহকারী সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়),জনাব মোঃআবু বকর সিদ্দিকী (উপজেলা চেয়ারম্যান মির্জাগঞ্জ,পটুয়াখালী) জনাব মাহফুজুর রহমান রনি(সিনিয়র সহকারী সচিব সংস্থাপন মন্ত্রণালয়ে),জনাব মোঃজাফর ইমাম(পরিচালক বাংলাদ্বশ রেড ক্রিসেন্ট),জনাব শাহ মোঃরেজাউল করিম(জিএম এশিয়ান টেলিভিশন), জনাব মোঃমাহমুদ আলম(পরিচালক জনসংযোগ কার্যলয়,ঢাবি),জনাব মোঃনজরুল ইসলাম খান(সহকারী পরিচালক ন্যাশনাল ডিফেন্স কলেজ), জনাব শাহাবুদ্দিন (ডিরেক্টর আজমত গ্রুপ),ডা.মোঃসাইফুল আজম রঞ্জু(বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়), জনাব মোঃওবায়দুর রহমান(সদস্য বাংলাদেশ কৃষকলীগ),জনাব মোঃএ এইচ জাকির(ডিজিএম টেক্সটাউন গ্রুপ),জনাব সাইফুল ইসলাম আবির(সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ),জনাব মোঃসবুজ (সহকারী অধ্যাপক ঢাকা কলেজ)।অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ৪০তম বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে সুপারিশ প্রাপ্ত মির্জাগঞ্জের কীর্তি সন্তান জনাব এইচ এম বনান এবং শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত মাহবুবা আক্তার কে।”মির্জাগঞ্জ স্টুডেন্ট’স ফোরাম’ঢাকা” সংগঠনটি যাত্রা শুরু করে ২০১০ সালে। বর্তামানে এ সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন ঢাকা কলেজের মেধাবী ছাত্র মোঃহৃদয় ওয়াহিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ এর মেধাবী ছাত্র সাজ্জাদুল ইসলাম সাজু।আব্দুল্লাহ আল ফয়সাল সময় সংবাদ লাইভ।