সময় সংবাদ রিপোর্টঃ মাদক মামলায় কারামুক্তির পর এই প্রথম দেশের বাইরে গেলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। গত বৃহস্পতিবার কলকাতায় পৌছেছেন তিনি। উঠেছেন তাজ বেঙ্গল নামের একটি পাঁচ তারকা হোটেলে। খবরটি জানিয়েছেন পরী নিজেই।এরই মধ্যে ফেসবুকে শেয়ার করেছেন বেশ কিছু ছবি। ক্যাপশনে লিখেছেন- ‘হ্যাপি ল্যান্ডিং’ পাশে হ্যাশট্যাগে লেখা, ‘কলকাতা ২০২১’। কিন্তু হঠাৎ ওপার বাংলায় কোন? ব্যক্তিগত কারণে নাকি অভিনয়ের কাজে, তা নিশ্চিত করেননি এই চিত্রনায়িকা।তবে পরীর ঘনিষ্ঠ একাধিক সূত্রে জানিয়েছে, চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছেন এই পরীমনি। আর বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে পরীও জানান, ব্যক্তিগত কারণেই তার এই সফর।এদিকে, ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারও জানিয়েছে, চিকিৎসার জন্য কলকাতায় এসেছেন এই অভিনেত্রী।পরীমনি বর্তমানে ব্যস্ত আছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ সিনেমার কাজে। এছাড়াও তার হাতে আছে রশিদ পলাশের ‘প্রীতিলতা’র কাজ। আর সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘মা’ শিরোনামের আরও একটি সিনেমায়। জানা গেছে, কলকাতা থেকে ফিরে ‘প্রীতিলতা’র শুটিংয়ে অংশ নেবেন পরী।
m/p….