সময় সংবাদ লাইভ রিপোর্টঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন থার্ড টার্মিনালে মাটি খোড়ার সময় ২৫০ কেজি ওজনের বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে বিমানবন্দর থানার ওসি তদন্ত কায়কোবাদ সময় সংবাদ লাইভকে বলেন, বিমান বাহিনীর নেতৃত্বে থার্ড টার্মিনাল এলাকায় মাটি খোঁড়ার কাজ চলছিল। এ সময় মাটির গভীর থেকে বোমাসদৃশ্য বস্তু দেখতে পান শ্রমিকরা। তবে তা বোমা না অন্যকিছু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
বোমাটি উদ্ধার ও নিষ্ক্রিয় করতে কাজ করে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। বোমাটি উদ্ধারের পর ময়মনসিংহ মুক্তাগাছায় বিমানঘাটিতে নেয়া হচ্ছে।