Header Border

ঢাকা, সোমবার, ৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৫°সে

হলিউডে আসছেন রণবীর কাপুর?

রণবীর কাপুর

সময় সংবাদ রিপোর্ট : রণবীর কাপুর, শক্তিশালী অভিনেতাদের নাম নিলে তার নামটিও আগে চলে আসে। রকস্টার, সাঞ্জু, রাজনীতির মতো দারুণ সব সিনেমার প্রাণ ছিলেন তিনি। সবসময় তাকে ঘিরে কোনো না কোনো টপিকে বলিউডপাড়ায় আলোচনা চলতেই থাকে।এবার হলিউড নিয়ে গুঞ্জন উঠেছে বি-টাউনে। কাপুর পরিবারের এই চকলেটবয় ইতোমধ্যে বি-টাউনে নিজের জমি পাকা করে নিয়েছেন। তবে কি বলিউডকে ‘আলবিদা’ জানাতে চলেছেন পর্দার সাঞ্জু? সম্প্রতি মুম্বাইয়ের এক সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারের পরিপ্রেক্ষিতে গুঞ্জন দানা বেঁধেছে বি-টাউনে। রণবীরের অনুরাগীরাও সত্যিটা জানতে উদ্‌গ্রীব হয়ে পড়েছেন।রণবীর এক অডিশনের প্রস্ততির কথা বলেছেন, যা নিয়ে তিনি বেশ ভয়ে আছেন। শুধু তাই নয়, হলিউডে ছবি করার স্বপ্ন তার কোনোদিন ছিল না, এই কথাও বলেছেন।

সেই না দেখা স্বপ্নই কি এখন বাস্তবে সত্যি হতে চলেছে? এই উত্তর এখনো মেলেনি।এদিকে অনুরাগীদের সংশয়ে ফেলেছে রণবীরের আর একটি বক্তব্য। সাক্ষাৎকারে রনবীর জানিয়েছেন, নিজের ভাষা ও সংস্কৃতির হাত ধরেই সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছানো সম্ভব। বিষয় যদি নিজের ঐতিহ্যের প্রতিফলন হয়, তা মানুষের মনকে স্পর্শ করতে বাধ্য।অল্পদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’। আগামীকাল মুক্তি পাবে এর ট্রেলার এই সিনেমার প্রচারণায় ব্যস্ত আছেন তিনি। অমিতাভ বচ্চন ও মৌনী রায়কেও দেখা যাবে এই ছবিতে। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এই ছবি। ছবির সাফল্য নিয়ে আশাবাদী রণবীরও। এর মধ্যে রণবীরের হলিউড যাত্রার গুঞ্জনে দোলাচলে বি-টাউন। এই সিনেমার প্রচারণার পাশাপাশি শ্রদ্ধা কাপুরকে নিয়ে আরেকটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়
ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
সাবেক ৩ সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ

আরও খবর