সময় সংবাদ রিপোর্টঃ অনন্ত জলিলের পর এবার হিরো আলমও নিজ প্রযোজনার বাইরে কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হলেন। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন এস পি পিকচার্স প্রযোজিত ও পরিবেশিত “শ্যামবাজার” সিনেমায়। সিনেমাটি পরিচালনা করবেন “মায়াবিনী”, “পরানে পরান বাধিয়া” সিনেমার পরিচালক আকাশ আচার্য্য। এতে হিরো আলমের বিপরীতে অভিনয় করবেন রিয়ামণি।
অন্যদিকে, হিরো আলম প্রযোজিত এবং অভিনীত ৪টি সিনেমা মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে আছে। ঈদের পর দুটি সিনেমা মুক্তি পাবে বলে জানা গেছে।