Header Border

ঢাকা, সোমবার, ১৫ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.৯৬°সে

হেফাজতের কমিটি ‘ঘৃণাভরে’ প্রত্যাখ্যান আল্লামা শফীর ছেলের

সময় সংবাদ লাইভ রির্পোটঃ হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্যঘোষিত কেন্দ্রীয় কমিটি এবং কমিটিতে নিজের পদ ‘ঘৃণাভরে’ প্রত্যাখ্যান করেছেন প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানী।

সোমবার (৭ জুন) ঢাকায় মাওলানা ইউসুফ মাদানীকে অন্তর্ভুক্ত করে কমিটি ঘোষণার পর সন্ধ্যায় নিজ হাতে লেখা এক বিবৃতিতে ওই পদ প্রত্যাখ্যানের ঘোষণা দেন তিনি।

গণমাধ্যমে পাঠানো হাতে লেখা বিবৃতিতে হেফাজতের নতুন কমিটিকে ‘তথাকথিত’ উল্লেখ করে ইউসুফ মাদানী বলেন, ‘কেন্দ্রীয় কমিটিতে আমার নাম দেখে আমি মর্মাহত। অতঃএব যে বা যারা আমার বাবাকে কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় দিয়েছেন, তাদের সঙ্গে আমি কখনো এক হতে পারি না। আজকের ঘোষিত তথাকথিত হেফাজতের কমিটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

দুপুরে সংবাদ সম্মেলনে জুনাইদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এতে সংগঠনের প্রয়াত আমির শাহ আহমদ শফীর বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানীকে সহকারী মহাসচিব করা হয়।

সময় সংবাদ লাইভ। 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ করবে বিএনপি
বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি হবে ‘মরার উপর খাঁড়ার ঘা’: রিজভী
নির্বাচনের আগে বিএনপিকে ভাঙ্গার চেষ্টা হয়েছিল : আমীর খসরু
মির্জা ফখরুল-খসরুর ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ প্রত্যাহার, আজই মুক্তি
আ. লীগের সব অপকর্মের বিচার করা হবে: রিজভী
তৃণমূলের দূরত্ব ঘোচানোর চ্যালেঞ্জ আ’লীগে

আরও খবর