সময় সংবাদ রিপোর্ট:ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই সাগরে লায়ন এয়ারের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ১৮৮ জন যাত্রী ছিল বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।
স্থানীয় সময় আজ সোমবার সকাল সাড়ে ৬টায় জাকার্তা থেকে ব্যাংককের উদ্দেশে যাত্রা শুরু করে বিমানটি। এর ঠিক ১৩ মিনিটের মাথায় বোয়িংটি সুমাত্রা দ্বীপের কাছে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি।
এজেন্সির মুখপাত্র ইউসুফ লতিফ বার্তা সংস্থা রয়টার্সকে এক খুদে বার্তায় বলেন, ‘এটা নিশ্চিত যে বিমানটি বিধ্বস্ত হয়েছে।’ বিমানটি ব্যাংককের বেলিতাং দ্বীপের প্রধান শহর প্যাঙ্কাল পিনানে যাচ্ছিল।
তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি লায়ন এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা এডওয়ার্ড সিরাত। তিনি রয়টার্সকে বলেন, ‘এখনই এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাচ্ছি না। বিমানটি সমস্ত তথ্য ও উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।’