সময় সংবাদ রিপোর্টঃ দীর্ঘ এক মাস পর জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে।
গতকাল শুক্রবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফোনটি উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত আন্তঃজেলা মোবাইল চোর চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি সাইবার উত্তর বিভাগ।
গত ৩০ এপ্রিল সকালে জামালপুরের ইসলামপুরে সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের স্ত্রী জানাজায় অংশ নেন ধর্মমন্ত্রী। সেখানে তার পাঞ্জাবির পকেট থেকে মোবাইল ফোনটি সিমসহ হারিয়ে যায়। এ বিষয়ে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইসমাইল হোসেন ইসলামপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর-১৩৮৫।
ডিবি জানিয়েছে, ধর্মমন্ত্রীর চুরি যাওয়া আইফোন উদ্ধার বিষয়ে ব্রিফিং করে ডিবির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।