Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২০শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৭.৯৬°সে

২০০তম ম্যাচ রাঙালেন রোনালদো

সময় সংবাদ রিপোর্টঃ  ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ‘জে’ গ্রুপের ম্যাচে গতকাল মঙ্গলবার (২০ জুন) দিনগত রাতে আইসল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে পর্তুগাল। এমন জয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ আরও বেশি স্মরণীয় হয়ে থাকল ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য।

আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে একের পর এক আক্রমণ করেও কোনোমতেই গোলের দেখা পাচ্ছিল না পর্তুগাল। ম্যাচের ৮১তম মিনিটে আইসল্যান্ড ১০ জনের দলে পরিণত হলে চাপ কাটিয়ে ওঠে পর্তুগাল। থর উইলামসন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন।

৮৯তম মিনিটে পর্তুগালের হয়ে জয়সূচক গোলটি করেন রোনালদো। উদযাপনের জন্য রোনালদোকে দুই মিনিট অপেক্ষায় থাকতে হয়েছে। রেফারি অফসাইডের অজুহাতে বাতিল করে দেন তার গোল। পরে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভার) রিভিউ দেখার পর গোল বৈধ বলে জানান রেফারি। পর্তুগালের হয়ে যা রোনালদোর ১২৩তম। এটি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ।

এমন মাইলফলক গড়ার অনুভূতি জানিয়ে রোনালদো বলেন, ‘এই জয়ের স্বাদ একেবারেই আলাদা। জয়সূচক গোল করেছি বলে নয়, কারণ পর্তুগালের জাতীয় দলের জার্সিতে এটা আমার ২০০তম ম্যাচ।’

বয়স ৩৮, এখনও পর্তুগালের দলনেতা, আক্রমণ ভাগের অন্যতম সারথি। অবসর নিয়ে সেভাবে কিছুই বলছেন না। ২০২৪ সালে ইউরো। হয়তো সেই মঞ্চেও দেখা যাবে সিআর সেভেনকে। আর সেটা হতে পারে তার জাতীয় দলের হয়ে শেষ আসর।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ষোড়শ এশিয়া কাপের পর্দা উঠছে আজ
হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের
হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক তামিমের, আসতে পারে বড় ঘোষণা
আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ফাইনালে ভারতের সঙ্গে পারল না বাংলাদেশের মেয়েরা

আরও খবর