সময় সংবাদ লাইভ রিপোর্ট : বেদখল হওয়া জমি ২০ বছর পর জমির প্রকৃত মালিক নাসিরুদ্দিন নামে এক বৃদ্ধকে আদালতের নির্দেশে বিশেষ অভিযানে বুঝিয়ে দেওয়া হয়েছে।
আজ রাজধানীর চকবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল লতিফ এক অভিযানে এই বেদখল হওয়া জমি আদালতের নির্দেশ মোতাবেক প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেন। এসময় ভুক্তভোগী জমির মালিক নাসিরুদ্দিন আদালত কর্তৃক ন্যায্য বিচার পাওয়ায় আইনের শাসনের ভূয়সী প্রশংসা করেন সেই সাথে জমির প্রকৃত মালিকরা যাতে কোন হয়রানির স্মীকার না হয় সেজন্য দখলদারদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানান।