৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মোট ৬ হাজার ২২ জন এতে উত্তীর্ণ হয়েছেন।
সোমবার বিকেলে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৬ ফেব্রুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার জন্য আবেদন করা প্রার্থীর সংখ্যা ছিল ৩১ হাজার ২৬ জন। অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা ২৭ হাজার ৫৬৫ জন।
কমিশনের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে। এছাড়া টেলিটক মোবাইল থেকে এসএমএস করে ৪২তম বিসিএস পরীক্ষার ফল জানা যাবে।
মোঃনূর আমিন।
সময় সংবাদ লাইভ /৩০মার্চ