সময় সংবাদ রিপোর্ট : দীর্ঘ পাঁচ দশক পর আবারও চাঁদের বুকে মানুষ পাঠানোর অভিযানে নাসা। তিন ধাপের মিশনে মনুষ্যবিহীন প্রথম রকেটটি সোমবার (২৯ আগস্ট) যাওয়ার কথা। আর শেষ ধাপে পাঠানো হবে মানুষ। এর মাধ্যমে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত আর্টেমিস যুগের। খবর সিএনএন-এর।ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টারে প্রস্তুত রয়েছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী রকেট। গন্তব্য পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ। সোমবার (২৯ আগস্ট) স্থানীয় সময় সকাল ৮টা ৩৩ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাশূন্যের উদ্দেশে রওনা দেবে আর্টেমিস-ওয়ান। তিন ধাপের মিশনে প্রথম রকেটটি যাচ্ছে মানুষ ছাড়াই। চাঁদ প্রদক্ষিণ শেষে ৪২ দিন পর এটি ফিরে আসবে পৃথিবীতে।
তৃতীয় ধাপে চাঁদের বুকে মানুষ নামবে বলেও জানিয়েছে নাসা। ৩২২ ফুট লম্বা মেগা এ রকেটটি বানাতে খরচ হয়েছে ৯৩ বিলিয়ন ডলার, যা এযাবৎকালে নাসার সবচেয়ে শক্তিশালী রকেট বলে জানিয়েছে সংস্থাটি। নাসার এ অভিযান সফল হলে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পর আবারও চাঁদের বুকে পা রাখবে মানুষ।নাসার নভোচারী স্টেনলি লাভ বলেন, ‘আমরা পরীক্ষা করছি এবং সিস্টেমগুলো প্রমাণ করার চেষ্টা করছি। আর কয়েক বছর পর আমরা চাঁদে মানুষ পাঠাতে যাচ্ছি। এখন যেহেতু কোনো মানুষ যাচ্ছে না, তাই লাইফ সাপোর্ট সিস্টেম দেয়া নেই। তবে পরবর্তী সময়ে তা দেয়া হবে। ১৯৭২ সালের পর এ প্রথম চাঁদের ধূলায় মানুষের পায়ের ছাপ পড়তে যাচ্ছে।’১৯৬৯ সালে অ্যাপোলো মিশনের মাধ্যমে প্রথম চাঁদে মানুষ পাঠায় নাসা। ১২ মার্কিন নভোচারী চাঁদের বুকে পা রাখার পর ১৯৭২ সালে পর্দা নামে চন্দ্র বিজয়ের ধারাবাহিক অভিযানের। এরপর মহাকাশ গবেষণার অনেক অগ্রগতি হলেও চাঁদে আর কোনো মানুষের পা পড়েনি। দীর্ঘ পাঁচ দশকের বিরতির পর চন্দ্রাভিযানের নতুন লক্ষ্য নিয়ে এখন উচ্ছ্বসিত সবাই।