Header Border

ঢাকা, সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল) ১২.৮৩°সে
শিরোনাম
গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের ২০তম বিসিএস ফোরামের নতুন কমিটি : আহ্বায়ক জিয়াউদ্দিন,সদস্যসচিব আব্দুল্লাহ্ আরেফ আব্দুল্লাহ আরেফের অভিযানে সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার রুহুল আমিন আটক! অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে সেনা প্রধানের সাক্ষাৎ সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় ! সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !

৬ শিশু নিয়ে ছাত্রলীগের কমিটি, বইছে সমালোচনার ঝড়

সময় সংবাদ লাইভ রির্পোটঃসদ্য ঘোষিত বরগুনার তালতলী উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে শীর্ষ পদে জায়গা পেয়েছে ৬ শিশু। তাদের মধ্যে ২ জন মাধ্যমিক পাস করলেও ৪ জন পেরোয়নি স্কুলের গণ্ডি। এভাবে শিশুদের দিয়ে উপজেলা ছাত্রলীগের কমিটির ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেছেন সংগঠনের তৃণমূলের কর্মীরা।

গত ১৬ জুলাই (শনিবার) রাতে সরোয়ার হোসেন স্বপনকে সভাপতি ও এইচএম মিনহাজুল আবেদিন মিঠুকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক ও সাধারণ সম্পাদক তানভীর হোসাইন ১৫২ সদস্যের এ কমিটি অনুমোদন দেন।

জেলা ছাত্রলীগের সম্মেলনের আগের দিন তড়িঘড়ি করে উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং ওই কমিটিতে শিশুদের শীর্ষ পদে রাখা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

জেলা ছাত্রলীগের দেওয়া তথ্য মতে, তালতলী উপজেলা ছাত্রলীগের কমিটিতে সহ-সম্পাদক পদে সানজিদ মাহমুদ সিফাত, রিয়ান জোমাদ্দার ও মো. হাসান হাওলাদারের নাম রয়েছে। এদের মধ্যে সিফাত অষ্টম ও রিয়ান ষষ্ঠ শ্রেণিতে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত। একই পদে নাম থাকা হাসান হাওলাদার তালতলী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

কমিটির উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আরাফাত জোমাদ্দারও তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। অন্যদিকে সহ-সম্পাদক পদ পাওয়া মো. রনি খান ও ইমরান খান গত বছর এসএসসি পরীক্ষা দিয়ে বর্তমানে কড়ইবাড়িয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

এ বিষয়ে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল সরকার বলেন, আমাদের স্কুলের শিক্ষার্থীরা ছাত্রলীগের কমিটিতে পদ পেয়েছে কিনা তা আমার জানা নেই। তবে রিয়ান, সিফাত ও আরাফাত আমাদের স্কুলের ষষ্ঠ, অষ্টম ও দশম শ্রেণির ছাত্র।

 

 

এদিকে অপ্রাপ্তবয়স্কদের উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক জানান, কেন্দ্রের নির্দেশেই কমিটি দেওয়া হয়েছে। যেদিন তালতলী উপজেলা ছাত্রলীগের কমিটি দেওয়া হয়েছে তার পরদিন জেলা ছাত্রলীগের সম্মেলন ছিল। তাই তাড়াহুড়ো করে কমিটি দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৯ এপ্রিল বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের আদনান অনিক ও সম্পাদক তানভীর হোসাইন তালতলী উপজেলা ছাত্রলীগের ১৪ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেন। এতে সরোয়ার হোসেন স্বপনকে সভাপতি ও মিনহাজুল আবেদিন মিঠুকে সাধারণ সম্পাদক করা হয়। চলতি বছরের ১৬ জুলাই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে বরগুনা জেলা ছাত্রলীগ।

সময় সংবাদ লাইভ. 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
২০তম বিসিএস ফোরামের নতুন কমিটি : আহ্বায়ক জিয়াউদ্দিন,সদস্যসচিব আব্দুল্লাহ্ আরেফ
আব্দুল্লাহ আরেফের অভিযানে সাবেক মেয়র জাহাঙ্গীরের ক্যাশিয়ার রুহুল আমিন আটক!
অভ্যুত্থানের ৪ মাস পেরোতেই ঐক্যে ফাটলের সুর
হঠাৎ উধাও বোতলজাত সয়াবিন তেল, বিপাকে ক্রেতারা
চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি

আরও খবর