সময় সংবাদ রিপোর্ট: নিজেদের শাসনামলে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রচার নিষিদ্ধ রাখলেও গতবছর প্রথমবারের মতো দিবসটি পালন করে বিএনপি। তবে একবছরের ব্যবধানে উল্টো সুর দলটির।বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণ নয়- ৭ মার্চের তাৎপর্য দলটির কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের (তারেক রহমান) কারাবন্দি দিবস হিসেবে। বিএনপির ভাষায় এটি তাদের নেতার ১৬তম কারাবন্দি দিবস।সোমবার (৭ মার্চ) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক আলোচনা সভায় উঠে আসে বিএনপি নেতাদের মুখে সরকারের নানা সমালোচনা। বাদ যায়নি নির্বাচন কমিশন নিয়েও।
আলোচনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উন্নয়ন হচ্ছে তবে সেটা শুধু আওয়ামী লীগের নেতা-কর্মীদের, তাই তারা আজ দারিদ্র্য খুঁজে পান না।তিনি আরও বলেন, বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, স্বাধীনতার পরও আওয়ামী লীগ একই কাজ করেছে।
আলোচনায় বর্তমান সরকারের পদত্যাগ চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করে বিএনপি মহাসচিব বলেন, অবিলম্বে এ সরকারকে পদত্যাগ করতে হবে। তা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।বিগত ২০০৭ সালের এ দিনে গণতন্ত্র ধ্বংসের সূচনা হয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সিইসি বিএনপিকে মাঠে থাকার কথা বলে সহিংসতায় উসকানি দিচ্ছে।
আলোচনায় বর্তমান সরকারের পদত্যাগ চেয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি করে বিএনপি মহাসচিব বলেন, অবিলম্বে এ সরকারকে পদত্যাগ করতে হবে। তা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।বিগত ২০০৭ সালের এ দিনে গণতন্ত্র ধ্বংসের সূচনা হয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বর্তমান সিইসি বিএনপিকে মাঠে থাকার কথা বলে সহিংসতায় উসকানি দিচ্ছে।