সময় সংবাদ লাইভ রির্পোটঃসরকারি নির্দেশনা মেনে হাসাপাতাল সঠিকভাবে পরিচালনা না করার জন্য মোহাম্মদপুরের ৭টি হাসপাতালের সকল চিকিৎসা কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা: মো. ফরিদ হোসেন মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আকস্মিক পরিদর্শনে নানাবিধ অনিয়মের চিত্র মেলে। প্রাপ্ত অনিয়মের ভিত্তিতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন সাপেক্ষে সাতটি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
হাসপাতালগুলো হলো- প্রাইম অর্থোপেডিক ও জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা হেলফ কেয়ার হসপিটাল, রিমেডি কেয়ার লিমিটেড, লাইফ কেয়ার জেনারেল হসপিটাল, যমুনা জেনারেল হসপিটাল, রয়াল মাল্টিকেয়ার স্পেশালটি হসপিটাল এন্ড ডায়াগোনস্টিক সেন্টার ও রাজধানী ব্লাড ব্যাংক ট্যান্সফিউশন সেন্টার।
এ ৭টি হাসপাতালই রাজধানীর মোহাম্মদপুরের মুক্তিযুদ্ধ টাওয়ার নামে একটি ভবনের বিভিন্ন ফ্লোরে ভাড়া নিয়ে চলছিল।
সময় সংবাদ লাইভ।