সময় সংবাদ রিপোর্ট :
টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আফগানদের দেওয়া ১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ৯৮ রানের বেশি করতে পারেনি ধুঁকতে থাকা টাইগাররা।
আজ সোমবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে মুখোমুখি হয় দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস হেরে ফিল্ডিং পায় টাইগাররা। প্রথমে ব্যাট করা আফগানরা নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজের উদ্বোধনী জুটি ভালো কিছু করতে পারেনি। ১৯ রানে তাদের ভাঙন হয়। মিরাজ ১৬ রান করেন, যা সর্বোচ্চ। দলীয় পঞ্চাশের আগেই ৭ উইকেট হারিয়েছে। এরপর সৌম্য সরকার, সাকিব আল হাসান, আফিফ হোসেনদের কেউ দাঁড়াতেই পারেননি।
আফগান বোলারদের মধ্যে ফজলহক ফারুকী ৩ ওভারে মাত্র ৯ রানে ৩টি উইকেট দখল করেন।
এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে আফগানরা শুরুটা ধীর করলেও শেষদিকে আক্রমণাত্মক ব্যাটিং করে সংগ্রহ বাড়ায়। সর্বোচ্চ ৩৯ বলে ৪৬ রান করেন ইব্রাহিম জাদরান। তবে ঝড় তোলেন অধিনায়ক মোহাম্মদ নবী। তিনি ১৭ বলে একটি চার ও ৫টি ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশ বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৩টি উইকেট পান। এছাড়া সাকিব আল হাসান ও হাসান মাহমুদ ২টি করে উইকেট দখল করেন।