Header Border

ঢাকা, বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৬.৬৭°সে
শিরোনাম
চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে সেনা প্রধানের সাক্ষাৎ সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় ! সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় ! অন্তর্বর্তী সরকারকে আরও সময় দিতে চায় বিশ্ব সম্প্রদায় ! ফিলিস্তিনকে সমর্থন ও ইসরাইলকে বয়কটের আহ্বান এরদোগানের আজ ঢাকায় সমাবেশ,৯ মহানগরে শোভাযাত্রা;নতুন বার্তা দেবেন তারেক রহমান মোজাম্মেল-শাহরিয়ার-শ্যামল ৭ দিনের রিমান্ডে ডিসি নিয়োগ নিয়ে আজও বিক্ষোভ সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারে কাছে ৯টি দফা দাবি জানিয়েছে নদী ও প্রাণ-প্রকৃতি নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর ট্রাস্ট’।

৯৮-তে শেষ বাংলাদেশ, লজ্জার পরাজয়

সময় সংবাদ রিপোর্ট :

টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আফগানদের দেওয়া ১৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভার খেললেও ৯ উইকেট হারিয়ে ৯৮ রানের বেশি করতে পারেনি ধুঁকতে থাকা টাইগাররা।

আজ সোমবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে মুখোমুখি হয় দুদল। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস হেরে ফিল্ডিং পায় টাইগাররা। প্রথমে ব্যাট করা আফগানরা নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে।

জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশ শুরু থেকেই বিপর্যয়ে পড়ে। নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজের উদ্বোধনী জুটি ভালো কিছু করতে পারেনি। ১৯ রানে তাদের ভাঙন হয়। মিরাজ ১৬ রান করেন, যা সর্বোচ্চ। দলীয় পঞ্চাশের আগেই ৭ উইকেট হারিয়েছে। এরপর সৌম্য সরকার, সাকিব আল হাসান, আফিফ হোসেনদের কেউ দাঁড়াতেই পারেননি।

আফগান বোলারদের মধ্যে ফজলহক ফারুকী ৩ ওভারে মাত্র ৯ রানে ৩টি উইকেট দখল করেন।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নেমে আফগানরা শুরুটা ধীর করলেও শেষদিকে আক্রমণাত্মক ব্যাটিং করে সংগ্রহ বাড়ায়। সর্বোচ্চ ৩৯ বলে ৪৬ রান করেন ইব্রাহিম জাদরান। তবে ঝড় তোলেন অধিনায়ক মোহাম্মদ নবী। তিনি ১৭ বলে একটি চার ও ৫টি ছক্কায় ৪১ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশ বোলারদের মধ্যে তাসকিন আহমেদ ৩টি উইকেট পান। এছাড়া সাকিব আল হাসান ও হাসান মাহমুদ ২টি করে উইকেট দখল করেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ষোড়শ এশিয়া কাপের পর্দা উঠছে আজ
হোয়াইটওয়াশ এড়াতে আজ মাঠে নামছে বাংলাদেশ
ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিমের
হঠাৎ সংবাদ সম্মেলনের ডাক তামিমের, আসতে পারে বড় ঘোষণা
আফগানদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
ফাইনালে ভারতের সঙ্গে পারল না বাংলাদেশের মেয়েরা

আরও খবর