Header Border

ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.৯৬°সে

অনুমোদন নেই ডায়াগনস্টিক সেন্টারের, ২ লাখ টাকা জরিমানা করে সিলগালা

সময় সংবাদ রিপোর্টঃ বগুড়ায় অনুমোদনহীন হেনা সিটি স্ক্যান নামে এক ডায়াগনস্টিক সেন্টারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটি সিলগালা দিয়ে বন্ধ করে দেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করে।

সংস্থাটির বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, শজিমেক হাসপাতালের সামনে হেনা সিটি স্ক্যান নামে এক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এসময় নথি ঘেটে দেখা যায় প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে চিকিৎসক, ল্যাব সহকারী ও টেকনিশিয়ানও ছিলেন না। এজন্য হেনা সিটি স্ক্যানের ব্যবস্থাপক রোজব আলীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান শেষে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা দিয়ে বন্ধ করা করা হয়।

অভিযান পরিচালনায় বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি ্র চেম্বার অব কমার্সের প্রতিনিধি সহযোগিতা করেন। এসময় আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়া জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন

আরও খবর