Header Border

ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.৯৬°সে

খালেদা জিয়া নির্বাচনের প্রার্থী হতে পারবেন, সাংবাদিকদের ফখরুল

সময় সংবাদ রিপোর্ট:আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া  প্রার্থী হতে পারবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি।  আজ সোমবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের বিরতিতে সাংবাদিকদের এসব কথা জানান মির্জা ফখরুল। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগের নেতারা কে কী বললেন, তার ওপর খুব বেশি কিছু নির্ভর করে না। তিনি এখন পর্যন্ত নির্বাচন করার যোগ্য আছেন। খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।’ দুর্নীতির পৃথক দুই মামলায় খালেদা জিয়ার মোট ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। কারাগারে থাকা খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কি না, এ নিয়ে সংশয় রয়ে গেছে। তবে তার পক্ষে তিনটি মনোনয়ন ফরম কেনা হয়েছে।

খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে সম্প্রতি নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান,বিষয়টা আদালতের ওপর নির্ভর করছে। রফিকুল ইসলাম বলেন, ‘আদালত যদি সাজা দেন, ওই ব্যক্তি যদি অযোগ্য হয়ে যান, তাহলে উনার আরেকটি পথ আছে আপিল করার। আপিলে যদি আগের সাজাটা স্থগিত করে দেন আদালত, তাহলে উনি প্রার্থী থাকবেন। যদি স্থগিত না করে তাহলে আমাদের পক্ষ থেকে উনাকে প্রার্থী করার ক্ষমতা থাকবে না।’ অন্য কোনো উপায়ে প্রার্থী হওয়া যাবে কি না এমন প্রশ্নে রফিকুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার আরেকটা পথ থাকবে, আদালতের দারস্থ হতে পারবেন। আদালত থেকে ব্যাখ্যা এনে আমাকে দিতে পারেন। আদালত যদি ব্যাখ্যা করে যে, উনি প্রার্থী হওয়ার যোগ্য। সেই রায়টা আছে। তাহলে আমরা অবশ্যই তাকে প্রার্থী করব।’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন

আরও খবর