Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৮.৯৬°সে

নাসিমা খানের দু’টি কবিতা

মিষ্টি আনন্দ

মিষ্টি আনন্দে কাঁটাই যখন বেলা,
দিন যায় রাত যায়
রাত পেরিয়ে ভোর হয়,

নতুন সূর্যোদয় নতুন কিছু কথা,

কিছু স্মৃতি চারণ হয়।

কিছু সুখ-হাসি আর ঠাট্টায়,

কাঁটে দিন-রাত্রি এমনই এক আড্ডায়।

সুখের পরশে মিষ্টি আনন্দে

দিন-রাত্রি কাঁটাই বেলা তখন,

তুমি পাশে থাক যখন,

মিষ্টি আনন্দে কাঁটাই বেলা তখন।

স্মৃতির আয়নায়

যদি কোন শিশির ভেজা

শুভ্র সকালে আমাকে মনে পড়ে,

তবে তুমি দেখবে…

আমি তোমার হৃদয় জমিনে,

সোনার ফসল হয়ে ফলছি… ।

যদি কোন রৌদ্রময় দুপুর বেলা

আমাকে মনে পড়ে,

তবে,তুমি অনুভব করবে আমি

তোমার মাথার উপর

ছায়া হয়ে রয়েছি…

যদি কোন হৈমন্তী বিকেলে

আমাকে মনে পড়ে,

তবে তুমি দেখবে –

আমি তোমার মাথার উপর

কোকিল হয়ে ডাকছি।

যদি কোন সন্ধ্যায় আমাকে

মনে পরে তবে তুমি দেখবে-
আমি তোমার আকাশে

ধ্রুবতারা হয়ে জ্বলছি।

যদি কোন মধ্যরাতে

আমাকে মনে পড়ে,

তবে তুমি চোখমুছে অনুভব করবে,

হৃদয়ের মাঝে অনন্তকাল ধরে

বসত করছি……।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী
সৈয়দ আবুল মকসুদ আর নেই
মহান বিজয় দিবসে আলমগীর পারভেজের কবিতা
নাসিমা খান-এর কবিতা
রুম্মানি কাজী’র কবিতা

আরও খবর