Header Border

ঢাকা, বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

শেহনাজ হেনার দু’টি কবিতা

মানুষ হবে না কি হিংস্র পশু রবে

লতাগুল্ম যা পায়ে লাগে লতাগুল্মই থাকে
বৃক্ষ যা ছায়া দেয় বৃক্ষই থাকে !!
প্রাণী যে কামড় দেয় সে কুকুরই থাকে
প্রাণী যে কাছে থাকে মায়ায় সে প্রাণেই থাকে !!

মানুষ যে ভালবাসে বহমান নদীর মত
নিষ্কলুষ, নির্মল সত্য আর সততার সাথে –
সে হিদয়ে থাকে শ্রদ্ধায় থাকে , থাকে ভালবাসায় !!
মানুষ যে ভালবাসে ছলনার সাথে –
মানবী থাকে তার কাছে খেলা আর পণ্যের মোড়কে
সে বাস করে মানুষ নামের শয়তানের খোলসে !!
থাকে সে পরিত্যাজ্য আর ঘৃণায় মানবের অন্তরে !!

মানুষ , যে থাকে মানবের পাশে সুখে আর দুখে –
থাকে সে আপন হয়ে মানুষের অন্তরে !
যে থাকে কেবল স্বার্থ আর প্রতারনায় –
সে থাকে নির্বাসিত পশু হয়ে –
মানব বিবর্জিত সমাজে !!

লতাগুল্ম যা পায়ে লাগে লতাগুল্মই থাকে
বৃক্ষ যা ছায়া দেয় বৃক্ষই থাকে !!
মানুষ হবে না কি হিংস্র পশু রবে –
ভাবার সময় এসেছে !!❤️😊

কবি- শেহনাজ হেনা।

অবশেষে

অবশেষে —
প্রাণহীন নিথর দেহটাই সত্য!
বিকোবেনা,ভালবাসবেনা কেউ বুকে জড়িয়ে ।
এমনকি পাশে বসে হাতটি ধরে বলবেনা –
ভেবোনা তুমি, আমি আছি আরও কিছুটা সময় !
এ-ও বলবেনা , ভয় পেয়োনা, তুমি যাও –
এই তো ,আমি আসছি একটু পরেই !!
এমনই কঠিন সত্য এ-জীবন-
বলেছেন খোদা , পবিত্র কিতাবে বারে বারে !

নিথরই রবে দেহখানি
ধোয়াবে যখন গা’ শেষ গোসলে ।
কত নরম হাতে স্বজন মোছাবে শরীর-
তবুও বলবে আহ, ব্যথা লাগে –
ধরো আমায় আস্ত করে !
অথচ শুনবেনা কেউ ,
শুনবেনা ভালবাসার কেহই!!

কত সুন্দর করে সাজিয়ে দিবে ,
আতর আর লাবানের গন্ধে-
চারিদিক মৌ মৌ…
কোরান শরীফের সুমধুর সুরে ,
খাটিয়ায় তুলে ‘আল্লাহ আকবর ‘রবে ।
বিদায়ের বেহাগ সুরে-
আমাকে রাখবেনা কেউ বুকে ধরে ,
বলবেনা কেউ , ভয় পেয়োনা-
এইতো , আমি আছি পাশেই !!

মাটির গৃহে আসবে যখন রেখে –
শুনবে কি কেহ আমার হাহাকার ,দাঁড়াও সবে-
ভয় লাগে , ভয় লাগে , যেওনা রেখে আমায় একা ।
শুনবেনা কেউ, বলবেনা কেহ কোমল হেসে –
এইতো আমি আছি পাশে , বলবেনা কেউ ,
ভয় পেয়োনা, আমি আসছি একটু পরেই !!

আহা , ভয়ে আমি কেঁদে মরি , হে আমার
প্রিয় স্বজন, পার হয়ো যেওনা চল্লিশ কদম ,
শোন তোমরা ,যেওনা রেখে আমায় একা ,
চলে আসবে ফেরেশতারা, প্রশ্নবানে
করবে জর্জরিত !
কেউ শুনলোনা , শুনলোনা আমার
প্রিয়তম ভালবাসা – ও !

অথচ ভুলে গেলে তোমরা সবাই –
আমি, তোমাদেরই দিয়েছিলাম –
‘’ আমার এ-ই সমগ্র জীবনটা’ই’!!

অত:পর একজনই এলো ,
বলল, বলি নাই ,কেহ থাকিবেনা
সেদিন পাশে একমাত্র আমি ছাড়া !
হায় ! এই সত্যিটাই বলেছেন আমার রব-
‘পবিত্র কিতাবে বারে বারে!!

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী
সৈয়দ আবুল মকসুদ আর নেই
মহান বিজয় দিবসে আলমগীর পারভেজের কবিতা
নাসিমা খানের দু’টি কবিতা
নাসিমা খান-এর কবিতা

আরও খবর