Header Border

ঢাকা, সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৬.৯৬°সে

নলছিটিতে মাছ বিক্রি হবে ভ্যান গাড়িতে

সময় সংবাদ লাইভ রির্পোটঃঝালকাঠির নলছিটিতে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস প্রার্দুভাবের কারণে মাছ ক্রয় বিক্রয় সহজীকরণ ও করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলা মৎস্য অফিসের সহায়তায় ভ্রাম্যমাণ মৎস্য বাজার চালু করা হয়েছে।

সোমবার (১২ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ মৎস্য বাজারের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি (অতি. দায়িত্ব) ও উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী এসএম সোয়েব।

বেশ কয়েকটি ভ্যানগাড়িতে এ বাজার ক্রেতার দোরগোড়ায় পৌঁছে যাবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বলেন, পচনশীল মাছ ক্রয়ের জন্য সাধারণ জনগণকে বাজারে যেতে হয়, যার কারণে বিপুল লোকের সমাগম ঘটে, যা করোনাকালে বিপদজনক। এ বাজারের কারণে কিছুটা হলেও মানুষের উপকার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

করোনা পরিস্থিতিতে নলছিটি উপজেলার সকল স্তরের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার।
মাছ বিক্রেতা নান্নু সিকদার বলেন, করোনার জন্য মানুষ বাজারে কম আসে। তাই ভ্যানগাড়িতে বিক্রি করলে আমাদের রুটি রুজির ব্যবস্থা হবে। সেই সঙ্গে মানুষজনেরও স্বাস্থ্য ঝুঁকি কম হবে। ইউএনও স্যার আমাদের জন্য এ ব্যবস্থা করে দেয়ায় তার প্রতি কৃতজ্ঞ।

সোহেল মাহমুদ, 

নলছিটি প্রতিনিধি।

সময় সংবাদ লাইভ /১৩এপ্রিল

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বেপরোয়া মন্ত্রী-এমপিরা ইসির নজরদারিতে
মে মাসে ১৩টি বজ্রঝড়ের আভাস
দেশজুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস
খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস

আরও খবর