Header Border

ঢাকা, সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩৭.৯৬°সে

বঙ্গবন্ধু সেতু দিয়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

সময় সংবাদ লাইভ রিপোর্ট: টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার নয় ঘণ্টা পর আবার ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণ জনপদের রেল যোগাযোগ চালু হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস শনিবার রাত সাড়ে ১২টার দিকে সেতুর পূর্ব পাড়ে পৌঁছানোর পর দুর্ঘটনায় পড়ে। ট্রেনের ইঞ্জিন ও তিনটি বগি লাইন ছেড়ে বেরিয়ে যায়। ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলওয়ের পূর্বাঞ্চলের সঙ্গে পশ্চিমাঞ্চলের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় বিভিন্ন গন্তব্যের চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।

ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে আজ ভোর থেকে কাজ শুরুর পর সকাল সাড়ে ৮টার দিকে ইঞ্জিনসহ লাইনচ্যুত বগিগুলো সরিয়ে মেরামত করতে সক্ষম হয়। এরপর সকাল ৯টা থেকে ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণের রেল যোগাযোগ আবার চালু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে নির্দেশনা
আরো ৭২ ঘণ্টার হিট অ্যালার্ট জারি
নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

আরও খবর