Header Border

ঢাকা, শুক্রবার, ৩১শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ২৪.৯৬°সে

চলে গেলেন “খায়ের সামাদী” স্যার

সময় সংবাদ লাইভ রির্পোটঃরাজধানীর সরকারি বাংলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মুহম্মদ আবুল খায়ের আজ ১৪ই এপ্রিল সকাল ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।অধ্যাপক মুহম্মদ আবুল খায়ের স্যার “খায়ের সামাদী”নামে অধিক পরিচিত।

অধ্যাপক মুহম্মদ আবুল খায়ের ১৯৯৩ সালে ১৪তম বিসিএস সাধারন শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজ শিক্ষক হিসেবে কর্ম জীবন শুরু করেন।

তার মৃত্যুতে শিক্ষক সমাজ ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

তিনি বলেন, কর্মজীবনের শুরু থেকেই আবুল খায়েরের সঙ্গে আমার ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল। তিনি সর্বশেষ সরকারি বাঙলা কলেজের বাংলার বিভাগীয় প্রধান ছিলেন। একজন প্রাণখোলা, উদার ও ভালো মনের মানুষ ছিলেন তিনি। তার মৃত্যুতে যে শূণ্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব এই অধ্যাপকের জন্ম ও বেড়ে ওঠা সুফি পরিবারে৷ তিনি সুফিজমের উপর একাধিক বই লিখেছেন৷ বইমেলায় প্রকাশিত তার সর্বশেষ বই ‘সুফিকোষ’ ব্যাপকভাবে সমাদৃত হয়েছে৷

আব্দুল্লাহ আল ফয়সাল,

সরকারি কবি নজরুল কলেজ। 

সময় সংবাদ লাইভ /১৪এপ্রিল

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে রমজানেও চলবে ক্লাস
এবারের ঈদে অনলাইনে বিক্রি হবে রেলের শতভাগ টিকিট ।
রাবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ : ৭ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রাথমিক বৃত্তির সংশোধিত ফল প্রকাশ
ইবির ৫ ছাত্রীকে বহিষ্কার ও হল প্রভোস্টকে প্রত্যাহার
প্রাথমিকে বৃত্তি পেল ৮২ হাজার ৩৮৩ শিক্ষার্থী

আরও খবর