Header Border

ঢাকা, বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৯৮°সে

প্রতিপক্ষের সঙ্গে ‘বাড়াবাড়ি’ না করার নির্দেশ কাদেরের

সময় সংবাদ রিপোর্ট:একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়কে যেকোনো মূল্যে বিজয় সংহত করার নির্দেশ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের। এ সময় নেতাকর্মীদের বিজয়ের উদযাপন করতে গিয়ে প্রতিপক্ষের সঙ্গে কোনো রকম বাড়াবাড়ি না করারও নির্দেশ দিয়েছেন তিনি।

নির্বাচনে জয়ের পর আজ সোমবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাটের রুপালী চত্তর এলাকায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘সবাই মিলে কষ্ট করে, দিনরাত পরিশ্রম করে যে বিজয় আপনারা নিয়ে এসেছেন যেকোনো মূল্যে এই বিজয়কে সংহত করতে হবে। এই বিজয়কে কনসলিডেট করতে হবে। এই বিজয় এই এলাকার আরও উন্নয়ন, আরও অর্জন বয়ে আনবে। ’

এ সময় নেত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রুতি, নিজের প্রদত্ত প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করার কথা উল্লেখ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

নেতাকর্মীদের বিজয়ের আনন্দ ঘরোয়াভাবে পালনের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের নেতাকর্মীরা ধৈর্যের সঙ্গে সংযমী হয়ে এই বিজয়, বিজয়ের আনন্দ নিজেরা ঘরোয়াভাবে উদযাপন করবেন। কেউ বাড়াবাড়ি করবেন না এবং আমাদের যারা রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কারো সঙ্গে খারাপ আচরণ করবেন না। আমি সবাইকে বলছি, আমাদের এলাকায় একটা ঐতিহ্য আছে। রাজনীতির যে বাকবিতণ্ডা এটা মাঠে থাকবে। কারো বাড়িঘরে গিয়ে যেন এই রাজনৈতিক রেষারেষির কোনো প্রতিক্রিয়া না হয়।’

তিনি আরও বলেন, ‘বিদ্বেষের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, প্রতিশোধের রাজনীতিকে আমি বিশ্বাস করি না। রাজনীতি জোয়ার-ভাটা। কখনো জোয়ার আসবে আবার কখনো ভাটা আসবে। কাজেই জোয়ার দেখে কেউ উল্লসিত হয়ে প্রতিপক্ষের ওপর কোনো প্রকার বাড়াবাড়ি, প্রতিহিংসা দেখাবেন না। নেত্রীর নির্দেশনা অনুযায়ী আমি নেতাকর্মীদের এই আহ্বান জানাচ্ছি। ’

রোববার ভোটের সময় কোনো কোন এলাকায় সমস্যা হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘গতকাল এখানে ভোট হয়েছে। কোনো কোনো এলাকায় কিছু কিছু সমস্যা হয়েছে। কিন্তু আমাদের এই এলাকার কোথাও চোখে পড়ার মতো কোনো ঘটনা ঘটেনি। কোনো সংঘর্ষ, সহিংসতা হয়নি। সেজন্য আমি এলাকার জনগণকে, আমাদের নেতাকর্মীদের আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ’

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জাপার নতুন মহাসচিব শামীম হায়দার
প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে নেমেছে পুলিশ
মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়

আরও খবর