Header Border

ঢাকা, মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৬৭°সে

ফারহানা হোসেন-এর কবিতা

পাখি

অবাধ্য এক পাখি
করে ডাকাডাকি
কেবল বুকের ভেতর
সুখের মাখামাখি।
পাখিরে তুই ছাড়া
কাটেনা এই বেলা
খাঁচার দরজা খোলা
তবু যাসনে একলা।
এ কেমন তরো ঘোর
জাগায় রাতভোর
ডানায় আলো এতো
চোখে ভাষা কতো!
পাখিরে তুই অবুঝ
থাক লুকিয়ে ভাজে
তোর ঠোঁটের মাঝে
লিখবো প্রেম রোজ।
মানছি আমি এমন
বুঝিস না তুই তেমন
একটু ফিরে দেখ
চোখেতে চোখ রাখ।
ভালবাসতে জানি
বিরহ দেই মানি
আদর করি কতো
মানবি তুই তাতো!
আয় এবার সন্ধি করি
হাতে হাত রাখি
আয় দু’জনে পন করি
দূরে থাকার নিয়ম ভাঙ্গি।
আবোল তাবোল প্রেম
এতেই আমরা বাঁচি
সবাই বুঝে বুঝে করে
আমরা অবুঝ হয়ে মরি।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কবি আব্দুল্লাহ আল ফয়সালের “মা” কবিতা।
প্রকৃতি কবি দেলোয়ার হোসেনের “তুমি যেন এক অপার্থিব কাব্য”
আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫তম মৃত্যুবার্ষিকী
সৈয়দ আবুল মকসুদ আর নেই
মহান বিজয় দিবসে আলমগীর পারভেজের কবিতা

আরও খবর