Header Border

ঢাকা, বুধবার, ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ (বসন্তকাল) ৩১.৫°সে

বিকল্পধারার সঙ্গে আসন বণ্টন নিয়ে হিমশিম খাচ্ছে আওয়ামী লীগ

সময় সংবাদ রিপোর্ট:বিকল্পধারার সঙ্গে আসন বণ্টন নিয়ে হিমশিম খাচ্ছে আওয়ামী লীগ। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে যুক্ত করলে লাভ না ক্ষতি এ প্রশ্ন জোটের অন্দর মহলে তীব্র হয়ে উঠেছে।

বিকল্পধারা প্রথমে ১০টি আসন চাইলেও সর্বশেষ ৫টি আসন চেয়েছে। আওয়ামী লীগ দুটি আসন দিতে চাইলেও তারা যে দুটি আসন চাইছেন সেখানে আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী রয়েছেন। স্থানীয় রাজনৈতিক মহল মনে করেন নোয়াখালী-৪ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য একরামুল করীম চৌধুরী এবারের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করবেন।কিন্তু বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এ আসনটি চাইছেন। তাকে মনোনয়ন দেওয়া হলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা তার জন্য কাজ তো করবেনই না বরং একরামুল করীম চৌধুরীকে মনোনয়ন বঞ্চিত করলে জেলার রাজনীতিতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এতে আসনটি মহাজোটের হারানোর সম্ভাবনা বেশি।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান সেলিম সময় সংবাদকে বলেন যদি নোয়াখালী সদর আসন একরামুল করীম চৌধুরী ব্যাতীত অন্য কাউকে দেয়া হয় তাহলে এটা হবে একটা বড় ধরনের স্যাবোটাজ।বুজতে হবে নেত্রীর আশেপাশের লোকজন নেত্রীকে মিসগাইড করেছেন। এবং এর প্রভাব আশেপাশের নির্বাচনী এলাকাতেও পড়তে পারে।তৃনমূল কর্মীরা আশা করে, বড় বড় নেতারা নেগেটিভ খেলা বন্ধ করে তৃনমূল কর্মীদের আকাংখার মূল্য দিবেন।

ঠিক একই অবস্থা মাহি বি. চৌধুরীর চাওয়া মুন্সীগঞ্জ-১ আসনের ক্ষেত্রেও। এ আসনে ২০০৮ সালের নির্বাচনে বি. চৌধুরী বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন। এ পরাজয়ের পর তিনি বা তার পুত্র মাহী বি. চৌধুরী কোনো গণসংযোগ করেননি। কিন্তু সেই সময় বিজয়ী আওয়ামী লীগের সুকার রঞ্জন ঘোষ দীর্ঘদিন থেকে অসুস্থ রয়েছেন। নির্বাচনে  তিনি অংশ নিচ্ছেন না। এখানে দীর্ঘদিন থেকে দিন-রাত ব্যাপক গণসংযোগ করছেন এককালের ছাত্রলীগের তুখোড় সংগঠক গোলাম সারওয়ার কবীর।

তিনি এখন এ আসনে শক্তিশালী প্রার্থীই নন, দলীয় নেতা-কর্মীরা মনে করেন, নৌকা প্রতীক তার হাতে তুলে দিলে বিজয় ছিনিয়ে আনতে পারবেন। কিন্তু মাহী বি. চৌধুরীকে প্রার্থী করা হলে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা কোনো ধরনের সহযোগিতা করবেন না। এক্ষেত্রে নির্বাচনে ভোট বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে।

আওয়ামী জোটের অন্দর মহলে যাদের শক্তিশালী নিজস্ব আসন নেই তাদের জোটে এনে লাভ কি? আওয়ামী লীগ আসন বণ্টনের রফাদফায় এ দুটি আসন ছাড়তে চাইছে না। এ নিয়ে যুক্তফ্রন্টের সঙ্গে তুমুল দরকষাকষি চলছে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

পড়াশোনার পাশাপাশি সবজি চাষে দুই যুবকের সাফল্য
পোশাক শ্রমিকদের ঈদের ছুটি ১৯ এপ্রিল থেকে শুরু
বিএনপিকে সংলাপে নয়, অনানুষ্ঠানিক আলোচনায় ডেকেছি: সিইসি
ছয় বিভাগে হঠাৎ বৃষ্টির সম্ভাবনা
বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৩ হাজার মেগাওয়াটেই সীমাবদ্ধ থাকছে
জাতীয় সংসদ নির্বাচন: সংখ্যালঘুর ভোটে সবার নজর

আরও খবর