Header Border

ঢাকা, বৃহস্পতিবার, ৮ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.৯৬°সে

শেবাচিম হাসপাতালের অর্থোপেডিক বিভাগ লকডাউন

সময় সংবাদ লাইভ রিপোর্ট:বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক-নার্সসহ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বিভাগটি লকডাউন করা হয়েছে। একইসঙ্গে ওই বিভাগের দায়িত্বরত অন্য চিকিৎসক-নার্সদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

করোনা পজিটিভ রোগী তথ্য গোপন করে সেবা নিতে যাওয়ায় ওই বিপর্যয় হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শেবাচিম হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সার্জন ডা. সুদীপ হালদার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনা পজিটিভ দুই রোগী তথ্য গোপন করে অর্থোপেডিক বিভাগে ভর্তি হন। তারা কয়েকদিন ওই বিভাগে চিকিৎসা নেন। বিষয়টি জানতে পেরে অর্থোপেডিক বিভাগের সব ডাক্তার, নার্স ও রোগীদের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ শনিবার পাওয়া রিপোর্টে আমাদের বিভাগের ডাক্তার ও নার্সসহ ১১ জনের করোনা পজিটিভ আসে।’

তিনি আরও বলেন, ‘এই কারণে পুরো অর্থোপেডিক বিভাগ লকডাউন করা হয়েছে। স্বল্প পরিসরে অর্থোপেডিক বিভাগ চালু রাখতে মেডিসিন বিভাগের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

advertisement

এদিকে তথ্য গোপন করে ভর্তি হওয়া ওই দুই রোগীকে করোনা ওয়ার্ডে পাঠানোর কথা জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

তত্ত্বাবধায়কের ঘোষণা এলে সংলাপে বসবে বিএনপি
বিকল্প ফর্মুলা নিয়ে ভাবছে আ’লীগ!
ঢাকাসহ কয়েক জেলায় খানিকটা স্বস্তির বৃষ্টি
৬ দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
লোডশেডিং ও দুর্নীতির প্রতিবাদে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
আজ থেকে পেঁয়াজ আমদানি

আরও খবর