Header Border

ঢাকা, মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.৯৬°সে

শেষ হলো অমর একুশে গ্রন্থমেলা

ডেইলি নিউজ রিপোর্ট॥ শেষ হয়ে গেল অমর একুশের গ্রন্থমেলা। অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে মেলার সমাপ্তি ঘটলো। আজ শনিবার রাত ৯টায় বইয়ের জগতের এই মিলন মেলার পর্দা নামে। শেষ দিনে আজ ৬৩টি নতুন বই প্রকাশ পায়। এ নিয়ে এবারের মেলায় ১ মাস ২দিনে সর্বমোট ৪ হাজার ৮৩৪টি নতুন বই প্রকাশ পেল। গত বছরের মেলায় মোট নতুন বই প্রকাশ পেয়েছিল ৪ হাজার ৫৯০টি। এ বছর নতুন বইয়ের সংখ্যা ২৪৪টি বেড়েছে।
অন্যদিকে মেলায় এবার ১ মাস দুইদিনে ৮০ কোটি টাকার বই বিক্রি হয়েছে। গত বছরের মেলায় বই বিক্রি হয়েছিল ৭০ কোটি ৫০ লাখ টাকার। গত বছরের মেলার চেয়ে এবার সাড়ে ৭ কোটি টাকা বিক্রি বেড়েছে।

অমর একুশে গ্রন্থমেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ আজ বিকেলে এ তথ্য জানান। তিনি বলেন, মেলা উপলক্ষে গঠিত নীতিমালা বাস্তবায়ন কমিটির সার্ভে টিম মেলার এইসব তথ্য সংগ্রহ করেছে।
গত মাসের পয়লা ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেছিলেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর থেকে পুরো ফেব্রুয়ারি মাসের ২৮ দিন মেলা চলে। তবে প্রকাশকদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার সময় দুইদিন বাড়িয়ে ২ মার্চ পর্যন্ত বর্ধিত করেন। ফলে এক মাস দুই দিন এবারের মেলা চলে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

গোপালগঞ্জে ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষক কারাগারে
জাবিতে শুদ্ধাচারের পুরস্কার পাচ্ছেন বাস কন্ডাক্টর জব্বার
এসএসসির দুই পরীক্ষায় একই প্যারাগ্রাফ, অভিভাবক- শিক্ষার্থীদের অসন্তোষ
নলছিটিতে চলমান পাবলিক পরীক্ষায় নকলে সহ‌যো‌গিতা করায় শিক্ষক‌কে অর্থদন্ড, পরীক্ষার্থীকে ব‌হিস্কার।
দেশসেরা জাবির ৬ ছাত্রী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক
ভর্তি তিনটি মৌলিক পরিবর্তন নিয়ে গুচ্ছে বিজ্ঞপ্তি কাল ।

আরও খবর