Header Border

ঢাকা, শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৯.৯৬°সে

ইউপি নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হবে : কবিতা খানম

 সময় সংবাদ লাইভঃ আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও ইভিএমের ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত বগুড়া সার্কিট হাউজের সম্মেলন কক্ষে পৌর নির্বাচন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

advertisement

কবিতা খানম বলেন, ‘সকল ইউনিয়ন পরিষদ নির্বাচন ইভিএমে ভোট করা সম্ভব হবে না। ইভিএম মেশিনে সমস্যা নেই, তবে টেকনিক্যাল বা লোকবলের সমস্যা রয়েছে। তাই ইউপি নির্বাচন ইভিএম ও ব্যালটে অনুষ্ঠিত হবে।’

advertisement

বগুড়ায় পৌর নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় করেন নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, ‘পৌর নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। এখন পর্যন্ত কোনো প্রার্থী নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো অভিযোগ করেননি। বগুড়ায় কয়েকদিন আগে অনুষ্ঠিত হওয়া পৌর নির্বাচনগুলোও সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। এতে করে ভোটারদের আগ্রহ বাড়ছে। বগুড়া পৌরসভা দেশের বৃহত্তম পৌরসভা। ভোটার সংখ্যাও অনেক বেশি। তাই এই পৌর নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। ইভিএমে ভোট হবে উৎসবমুখর পরিবেশে।’

সাংবাদিকদের তিনি বলেন, ‘সারা দেশের মতো বগুড়াতেও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়। বগুড়া পৌর নির্বাচনে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক দল থাকবে। ইভিএমে ভোট দিতে ভোটারদের আগ্রহ রয়েছে। এই কারণে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।’

advertisement

বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা, জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ্সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন

আরও খবর