Header Border

ঢাকা, শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.৯৬°সে

বৈশ্বিক রাজনীতি অনেকটা কিশোরী প্রেমিকা’র মতো আনপ্রেডিক্টেবল……

রাসেদ মাহমুদ চপলঃবৈশ্বিক রাজনীতি বরাবরই অনেকটা “কিশোরী প্রেমিকা”র মতো আনপ্রেডিক্টেবল.কে কার বন্ধু আর কে কার শত্রু তা যেমন বোঝা মুশকিল তেমনি বন্ধু শত্রু হতে বা শত্রু বন্ধুতে পরিবর্তিত হতে মূহুর্তও সময় লাগে না.এখানে নীতি বা আদর্শ নিত্য পরিবর্তনশীল ও আপেক্ষিক.সততা, মানবতা, নৈতিকতা এখানে স্বার্থের কাছে বাতুলতা মাত্র.বড় নিষ্ঠুর আর জটিল খেলা চলে এখানে.জীবনের চেয়ে স্বার্থই বেশী প্রাধান্য পায়.বুদ্ধির চেয়ে কূটকৌশলই এই “যুদ্ধে”র প্রধান হাতিয়ার !
বর্তমানে বৈশ্বিক রাজনীতিতে চলছে তালেবান বিষয়ক ম্যাঁরপ্যাঁচ.তালেবানদের এমন হঠাৎ পাওয়া বিজয়কে জড়িত বা আগ্রহী দেশগুলো নিজেদের মতো করে ব্যাবহার করতে চাইছে !
সব দেশই নিজের আখের গুছিয়ে নিতে চাচ্ছে.যারা তালেবানদের সমর্থন করছে তারাও নিজের দেশের স্বার্থে জন্য করছে আবার যারা বিরোধিতা করছে তারাও নিজেদের সুবিধার জন্যই করছে.এই রাজনীতির খেলায় “No Charity, No free launch”…!!!
কিন্তু আমি অবাক হয়েছি বাংলাদেশের মিডিয়ার আচরন বা অবস্থান দেখে.বাংলাদেশের “কলমখোর” সংবাদিকরা এবং ডিজিটাল চ্যানেলগুলো নির্লজ্জ ভাবে পশ্চিমা ভাবধারাকে অনুসরণ করলো এবং ওদের সলবাদগুলোরই বাংলা অনুবাদ করলো.তালেবানদের যত দোষ বা ভুলগুলো প্রচার করছে তুমুল উৎসাহে.কিন্তু হওয়া তো উচিত ছিলো অন্যরকম,বিশবছরের যুদ্ধ, হত্যা, অরাজকতার পর ভাগ্যহীন দেশটি বিদেশি সৈন্য মুক্ত হয়েছে, আমরাও ১৯৭১ এ এভাবেই স্বাধীন হয়েছিলাম.এই কারনেও কিন্তু মিডিয়া তাদের সংবাদগুলোকে সমবেদনা দিয়ে প্রচার করতে পারতো কিন্তু আমাদের মিডিয়া চলে শক্তিমান ও অর্থবানদের ইশারায়.নিজস্ব চিন্তা, চেতনা বা আদর্শ আজ সংবাদমাধ্যমের জন্য কিছু অজানা এবং অনর্থক শব্দ ছাড়া আর কিছুই না !
যদিও আমি নিজেও তালেবানদের দেশ শাসনের সফলতা নিয়ে কিছুটা আশংকিত এবং সন্ধিহান.রাজধানী কাবুল দখলের বেশ কিছুদিন হয়ে গেলেও এখনো তারা সরকারই গঠন করতে পারেনি.ইসলামী শরিয়া আইন মুসলিম হিসাবে আমাদের মানা উচিত কিন্তু সেই ১৪০০ বছরের আগের আইন নয় বরং সেই আইনের মৌলিকতা বা কাঠামো ঠিক রেখে তাকে আধুনিক যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে হবে.অতি ধর্মীয় গোড়ামী করে একঘরে হয়ে থাকলে চলবে না.কিন্তু আমাদের মুসলমানদের রাজনৈতিক দক্ষতার ইতিহাস খুবই হতাশাজনক !
যাক যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের জনগনের দারিদ্র্যমুক্ত, সুন্দর আর নিরাপদ ভবিষ্যৎ কামনা করি.তালেবানরাও আগের মতো ভূল না করে নিজের দেশকে নিজেরা সফলভাবে গড়ে তুলুক এই আশা এবং দোয়া করি কিন্তু সবচেয়ে বড় কথা তাদের সবসময় তথাকথিত মানবতার পতাকাধারী লোভী, চতুর আর যুদ্ধপ্রিয় দেশগুলোর ষড়যন্ত্র থেকে সর্বোচ্চ সাবধানে থাকতে হবে.তাদের মাটিকে যেন কোন যুদ্ধবাজ গোষ্ঠী ( ISIS বা আল-কায়দা ) ব্যাবহার করতে না পারে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে !
আমি একটা ব্যাপারে নিশ্চিত যে প্রতিশোধের আঘাত আসবেই.এতো বড় অপমান পশ্চিমা বিশ্ব এমনি এমনিই মেনে নিবে না.
তাই আমি মনে করি, ধর্মীয় আবেগের সাথে সাথে পরিস্থিতি বিবেচনা করে মাথাও ব্যাবহার করতে হবে.
পৃথিবীর প্রতিটা প্রানেরই বাঁচার অধিকার আছে এবং সৃষ্টির সেরা জীব হিসাবে মানুষের শুধু বাঁচা নয় স্বাধীন ভাবে এবং মৌলিক অধিকারগুলো পূরন করে বাঁচার অধিকার আছে.এই সহজ সত্যটা কি অতি সভ্য,মহা শিক্ষিত, মানতার ফেরিওয়ালা, বিশ্বমোড়লরা কোনদিনই বুঝবেনা বা স্বীকার করবে না !
-রাসেদ মাহমুদ চপল,কলামিষ্ট ও সমাজ বিশ্লেষক 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ইসলামের দৃষ্টিতে প্রতিবেশীর প্রতি দায়িত্ব ও কর্তব্য
ইসলাম মানবিকতা,উদারতা ও মহানুভবতার ধর্ম
রমজান সংযম শেখায়,নামাজ শেখায় কল্যাণ
উন্নত সমাজ গঠনে সামাজিক সংগঠনের বিকল্প নেই
উন্নত সমাজ গঠনে সামাজিক সংগঠনের বিকল্প নেই
শেখ হাসিনা সরকার এগিয়ে যাবে রূপকল্প ৪১’র দিকেঃবিরোধী মতের রাজনৈতিক পরিকল্পনা প্রয়োজন

আরও খবর