Header Border

ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০.৯৬°সে

শেবাচিম হাসপাতালের অর্থোপেডিক বিভাগ লকডাউন

সময় সংবাদ লাইভ রিপোর্ট:বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক-নার্সসহ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় বিভাগটি লকডাউন করা হয়েছে। একইসঙ্গে ওই বিভাগের দায়িত্বরত অন্য চিকিৎসক-নার্সদের আইসোলেশনে পাঠানো হয়েছে।

করোনা পজিটিভ রোগী তথ্য গোপন করে সেবা নিতে যাওয়ায় ওই বিপর্যয় হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শেবাচিম হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সার্জন ডা. সুদীপ হালদার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনা পজিটিভ দুই রোগী তথ্য গোপন করে অর্থোপেডিক বিভাগে ভর্তি হন। তারা কয়েকদিন ওই বিভাগে চিকিৎসা নেন। বিষয়টি জানতে পেরে অর্থোপেডিক বিভাগের সব ডাক্তার, নার্স ও রোগীদের নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ শনিবার পাওয়া রিপোর্টে আমাদের বিভাগের ডাক্তার ও নার্সসহ ১১ জনের করোনা পজিটিভ আসে।’

তিনি আরও বলেন, ‘এই কারণে পুরো অর্থোপেডিক বিভাগ লকডাউন করা হয়েছে। স্বল্প পরিসরে অর্থোপেডিক বিভাগ চালু রাখতে মেডিসিন বিভাগের সঙ্গে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

advertisement

এদিকে তথ্য গোপন করে ভর্তি হওয়া ওই দুই রোগীকে করোনা ওয়ার্ডে পাঠানোর কথা জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন

আরও খবর