Header Border

ঢাকা, শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৬.৯৬°সে

হাটহাজারী থেকে ‘অব্যাহতি দেয়া হয়েছে আল্লামা শফিপুত্র মাদানী

সময় সংবাদ লাইভ রিপোর্ট : ছাত্রবিক্ষোভের প্রেক্ষিতে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার সহকারী শিক্ষা সচিব ও হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানীকে অব্যাহতি দেয়া হয়েছে। তিনি হেফাজতের আমির ও ও মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফির পুত্র।

গতকাল ১৬ সেপ্টেম্বর, বুধবার রাত ১০টার দিকে বিক্ষোভরত ছাত্রদের সামনে তাকে অব্যাহতির ঘোষণা পাঠ করেন মাদ্রাসার পরিচালক মাওলানা নোমান ফয়জী। তিনি এসময় জানান, মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মাওলানা নোমান ফয়জী বলেন, ‘হাটহাজারী মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা আনাস মাদানীকে অব্যাহতিসহ মোট তিনটি সিদ্ধান্ত নিয়েছে শুরা কমিটি। সেগুলো হলো- এখন থেকে মাদ্রাসার ছাত্রদের কোনো রকমের হয়রানি করা হবে না। আগামী শনিবার মজলিসে শুরার সব সদস্য মিলে বাকী সমস্যাগুলো সমাধান করবেন।’

এর আগে মাওলানা আনাস মাদানীর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে ১৬ সেপ্টেম্বর, বুধবার দুপুর থেকে বিক্ষোভ শুরু করেন হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা। তারা এসময় মাদ্রাসার ফটক বন্ধ করে দেন।

সংবাদ পেয়ে চট্টগ্রামের পুলিশ সুপার রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদৌল্লাহ রেজাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল যান।

জানা গেছে, বুধবার দুপুরের নামাজের পর শিক্ষার্থীরা আনাস মাদানীর অপসারণসহ পাঁচ দফা দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীরা সব ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। বিষয়টি জানতে পেরে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমিন ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু মাদ্রাসার ফটক বন্ধ থাকায় তিনি ভেতরে প্রবেশ করতে পারেনি। বিষয়টি দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানান তিনি। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কর্মকর্তারা মাদ্রাসার সামনে অবস্থান নেন। ফটক বন্ধ থাকায় তারাও ভেতরে প্রবেশ করতে পারেনি।

এ সময় বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি সংবলিত একটি প্রচারপত্র বিতরণ করে। দাবিগুলো হলো- মাওলানা আনাস মাদানীকে অনতিবিলম্বে মাদ্রাসা থেকে বহিষ্কার করতে করা, ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুবিধা বাস্তবায়নে সব হয়রানিমূলক কার্যক্রম বন্ধ, আল্লামা শাহ আহমদ শফী সাহেব মাযূর হওয়ায় পরিচালকের পদ থেকে তাকে সম্মানজনকভাবে অব্যাহতি দেয়া, মাদ্রাসায় নিয়োগ পরিপূর্ণভাবে সুরার নিকট হস্তান্তর এবং বিগত সুরার হাক্কানি আলেমদের পুনরায় নিয়োগ এবং সুরার মধ্যে ‘দালালদের’ বহিষ্কার।

প্রচারপত্রে আরো বলা হয়, এসব দাবি মানা না হলে পরবর্তী কর্মসূচি হিসাবে মাদ্রাসার সমস্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হবে। একই সঙ্গে আন্দোলন সফল করতে জেলসহ যেকোনো ধরণের ত্যাগ স্বীকার করার জন্যও তারা প্রস্তুত বলেও উল্লেখ করা হয়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন

আরও খবর