Header Border

ঢাকা, শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০.৯৬°সে

১০ বিভাগের ১৮ জেলায় আজ জনসমাবেশ বিএনপির

সময় সংবাদ রিপোর্টঃ চার দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে ১০ বিভাগের ১৮টি সাংগঠনিক জেলায় জনসমাবেশ করবে বিএনপি। শনিবার দুপুর আড়াইটা থেকে এই কর্মসূচি পালন করবে দলটি।এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সদস্য শায়রুল কবির খান।

ঢাকা মহানগর দক্ষিণের জনসমাবেশ বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। জনসমাবেশটি মতিঝিল পীরজঙ্গী মাজারের সামনে বেলা আড়াইটায় অনুষ্ঠিত হবে।

এছাড়া অন্য বিভাগের জেলায় থাকবেন :
রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বরিশাল বিভাগগের বরিশাল মহানগর ও উত্তর-দক্ষিণে বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজাহান ওমর বীর উত্তম ও রংপুর বিভাগের দিনাজপুর জেলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান
বরকত উল্লাহ বুলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

বরিশাল বিভাগের পটুয়াখালীতে বিএনপির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও সিলেট বিভাগের মৌলভীবাজারে বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

খুলনা বিভাগের কুষ্টিয়া জেলায় বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও রাজশাহী বিভাগের পাবনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু ও কুমিল্লা বিভাগের চাঁদপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরী উপস্থিতি থাকবেন।

ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও জামালপুর জেলায় দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং রংপুর বিভাগের নিলফামারীতে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নতুন শিক্ষাক্রমে এসএসসি পরীক্ষা হবে ৫ ঘণ্টার
থাইল্যান্ড গেলেন প্রধানমন্ত্রী
তাপদাহে হিট অ্যালার্টের মেয়াদ আরও বাড়াল আবহাওয়া অফিস
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
উপজেলায় এমপি মন্ত্রীর সন্তান-স্বজনরা প্রার্থী হলে ব্যবস্থা
সব বিরোধী দলের উপজেলা নির্বাচন বর্জন

আরও খবর