Header Border

ঢাকা, বুধবার, ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৩°সে

অবশেষে গাজীপুরের সেই কবিরাজ পুলিশের জালে

গাজীপুরের সেই কবিরাজ পুলিশের জালে

সময় সংবাদ রিপোর্ট: মনের মানুষকে বশে আনা, ব্যবসা ও চাকরিতে উন্নতি সবকিছুতেই সিদ্ধহস্ত বলা হচ্ছিল গাজীপুরের কবিরাজ হুমায়ুনের কথা। প্রতিদিন তার আস্তানায় ভিড় সেবাপ্রত্যাশীদের।যদিও পুরোটাই তার প্রতারণা। কথার ফলঝুরি আর ঝাড়ফুঁকের ভেলকিবাজির ধোকায় পড়ে সর্বস্ব হারিয়েছেন অনেকেই। তবে শেষ রক্ষা হয়নি। গোয়েন্দা জালে আটকা পড়েছেন কথিত এই কবিরাজ ও তার দুই সহযোগী।বিশিষ্ট কবিরাজ, পীরে কামেল হুমায়ুনের আস্তানায় পায়ের সমস্যা নিয়ে আসেন আয়েশা বেগম নামে এক নারী। একটি বিমা কোম্পানিতে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি। সব শোনার পর পীর আয়েশাকে আশ্বস্ত করেন সমস্যা সমাধানের।পীরের সহযোগী এগিয়ে আসেন পানি নিয়ে। রোগমুক্তির জন্য ঝাড়ফুঁক দেওয়া পানি পান করানো হয় আয়েশাকে। অতীতের সব দুঃখ-কষ্ট মুছে দিয়ে উজ্জ্বল ভবিষ্যতের পথও বাতলে দিতে পারেন কবিরাজ এ খবর জানতেন আয়েশা।

 শুরু হয় তেলেসমাতির দ্বিতীয় পর্ব। কাগজে দুটি মাছ আঁকার পর কাগজটি রাখা হয় গ্লাসভর্তি পানিতে। কাগজে আঁকা দুটি মাছ মুহূর্তেই হয়ে যায় জীবন্ত। বিশ্বাস বাড়তে থাকে আয়েশা বেগমের। কবিরাজ জানায় কালো মাছটি তার বিপদ, আর লালটি মঙ্গলজনক। ঝাড়ফুঁক আর মাছের ভেলকিবাজি দেখিয়ে আট লাখ টাকা হাতিয়ে নেন কথিত কবিরাজ।আয়েশা জানান, আমি বিশ্বাস করেছি কারণ, তিনি কাগজে আঁকা মাছের ছবি গ্লাসের পানিতে দেওয়া পর জীবত মাছ হওয়া দেখে বিশ্বাস করেছিলাম। তাহলে তিনি যেহেতু মাছ বানাতে পারেন, তাহলে তিনি হয়তো অনেক কিছুই করতে পারেন। এভাবে তাকে বিশ্বাস করে টাকাগুলো হারিয়েছি। আমি প্রতারণার শিকার হয়েছি।মিরপুরের আছমা আক্তার সাথী। সৌদি প্রবাসী স্বামীকে দেশে ফিরিয়ে আনতে তদবিরের জন্য তিনিও গিয়েছিলেন হুমায়ুনের দরগায়।

কথিত কবিরাজের দাবি এ লাইনে তার গুরু এক নারী। মূলত নারী গ্রাহকদের টানতেই তার এ ধাপ্পাবাজি।
কথিত কবিরাজ জানান, আমার একটা গুরু আছে, তার নাম মালেকা। সে থাকেন বিভিন্ন দেশে দেশে।হুমায়ুনের আরেক সহযোগী জাকারিয়াকে রাজধানীর বাইরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে এক নারী সহযোগীকেও। পুলিশ বলছে, নারীরাই চক্রটির মূল টার্গেট।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার (গুলশান বিভাগ) মশিউর রহমান বলেন, বিজ্ঞানের এই উৎকর্ষের যুগেরও যারা ব্যাংক বিমা বা চিকিৎসার সঙ্গে জড়িত তারা যদি এ ধরনের ঝাড়ফুঁক, পানি পড়ায় বিশ্বাস করেন তাতে কি বা বলার আছে।  এই ধরনের প্রতারকদের হাত থেকে বাঁচতে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রাতভর ইসরাইল-ইরানের হামলা
ইরানের হামলায় হতাহত বহু ইসরায়েলি
মেজর সিনহা হত্যায় ওসি প্রদীপ ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল
সংকুচিত বাজেট,বাড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়
দ্বিতীয় দিনের মতো শাহবাগে চলছে ছাত্র-জনতার বিক্ষোভ
গভীর রাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আরও খবর