Header Border

ঢাকা, মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ২৮.৯৬°সে

আবারো ১০ দিন বাড়লো সাধারণ ছুটি

সময় সংবাদ লাইভ রিপোর্ট:আবারো ১০ দিন- করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ আরেক দফা বাড়লো। আগামী ৫ মে পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়েছে।

বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২৬ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত ছুটি বর্ধিত করা হয়েছে।

তবে এই ছুটির সঙ্গে বেশকিছু নির্দেশনা থাকবে জানিয়ে তিনি বলেন, আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। সেই নির্দেশনাগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে।

এর আগে মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে গঠিত করোনাভাইরাস প্রতিরোধে জাতীয় কমিটি আরো সাত দিন ছুটি বাড়ানোর সুপারিশ করে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত হওয়ার পর ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে এ ছুটি বাড়িয়ে ৫-৯ এপ্রিল, এরপর ১৪ এপ্রিল এবং সবশেষ ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ছুটি আরো ১০দিন বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হলো।

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কর্মসূচির অনুমতি চাইতে গিয়ে জামায়াতের ৪ নেতা আটক
২৪ ঘণ্টায় ৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
বাংলাদেশ সঙ্ঘাতে নয়, শান্তিতে বিশ্বাসী : প্রধানমন্ত্রী
জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব ছিল অবিস্মরণীয় : মির্জা ফখরুল
অনুমোদন নেই ডায়াগনস্টিক সেন্টারের, ২ লাখ টাকা জরিমানা করে সিলগালা
অ্যাম্বুলেন্সে করে আদালতে নিপুণ রায়

আরও খবর