সময় সংবাদ রির্পোটঃ পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানে ১-বি স্প্যানে ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ ফেরির ধাক্কার লেগেছে। এতে ওই ফেরির মাস্তুল ভেঙে গেছে বলে জানা গেছে।
এর আগে ১৩ আগস্ট মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়া আসছিল ফেরি কাকলী। সকাল ৮টার দিকে প্রবল স্রোতের কারণে ফেরিটি ১০নং পিলারের আঘাত হানে, এতে তেমন কোনো ক্ষতি হয়নি।গত ৯ আগস্ট সন্ধ্যায় ১০ নাম্বার পিলারে আঘাত হানে ফেরি ‘বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর’। এ সময় ২০ যাত্রী আহত হন।গত ২৩ জুলাই সকাল ১০টার দিকে পদ্মা সেতুর ৭ নাম্বার পিলারের সঙ্গে ধাক্কা খায় রো রো ফেরি শাহজালাল, এতে ফেরিতে থাকা ২০ যাত্রী আহত হন। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন করা হয়।
ঘটনা তদন্তে ওই দিনই চার সদস্যর কমিটি গঠন করে বিআইডব্লিউটিসি। তাদের দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, পিলারের সঙ্গে সংঘর্ষের পেছনে রো রো ফেরির ইনচার্জ মাস্টার আব্দুর রহমান খান ও সুকানী সাইফুল ইসলামের দায়িত্বহীনতা রয়েছে।
এম/পি