সময় সংবাদ রিপোর্টঃ গাজীপুর-৩ আসনের সংসদ সদস্যকে জড়িয়ে আপত্তিকর পোস্ট দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গণজাগরণ মঞ্চের নেতা আনোয়ার হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে গাজীপুরের শ্রীপুর পৌর শহরের জিন্নাত সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের মৃত সুলতান উদ্দিনের ছেলে এবং উপজেলা গণজাগরণ মঞ্চের আহ্বায়ক।এর আগে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এবং ব্যবসায়ী মো. হালিম পালোয়ানকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয় আনোয়ার হোসেন। এ ঘটনায় ওই ব্যবসায়ী বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন বিভিন্ন সময় ব্যবসায়ী হালিম পালোয়ানকে জড়িয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়ে আসছিলেন। গত ৫ সেপ্টেম্বর বিকেলে তিনি তার ব্যক্তিগত ‘আনোয়ার হোসেন’ নামক ফেসবুক আইডি থেকে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং ব্যবসায়ী হালিম পালোয়ানকে জড়িয়ে মিথ্যা, বানোয়ট, মানহানিকর এবং আপত্তিকর পোস্ট দেয়।
পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এতে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও দেখা দেয়। এ ঘটনায় হালিম পালোয়ান বাদী হয়ে গত ১০ অক্টোবর শ্রীপুর থানায় আনোয়ারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) রিপন আলী খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা হওয়ার পর থেকে আনোয়ার পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শ্রীপুর পৌর শহরের জিন্নাত সুপার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
m/p…