Header Border

ঢাকা, বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৯৮°সে

এমপি ইসরাফিল আলম লাইফকে রাখা হয়েছে সাপোর্টে

সময় সংবাদ লাইভ রিপোর্ট: নভেল করোনাভাইরাসে আক্রান্ত নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনের সংসদ সদস্য (এমপি) ইসরাফিল আলমের অবস্থা গুরুতর। গত ২৪ জুলাই, শুক্রবার রাত থেকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গতকাল ২৫ জুলাই, শনিবার রাতে তার স্ত্রী সুলতানা পারভীন বিউটি বলেন, ‘বেশকিছু দিন ধরে শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন ইসরাফিল। তার প্রথম করোনা পজিটিভ আসে ৬ জুলাই। তখন শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে রাজধানীর স্কায়ার হাসপাতলে ভর্তি করা হয়।’

এরপর একটু ভালো হলে ঢাকার বাসায় চলে আসেন ইসরাফিল আলম। এরপর দ্বিতীয়বার নমুনা পরীক্ষার ফলাফল আসে ১৫ জুলাই। তখন তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে।

তবে পুনরায় শরীর খারাপ করলে এবং শ্বাস-প্রশ্বাস সমস্যা হওয়ায় গত ১৭ জুলাই আবারো স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

স্কয়ারে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২৪ জুলাই, শুক্রবার রাত ১১ টায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, উনার শ্বাসকষ্ট হচ্ছে- ভেন্টিলেশনে রাখতে হবে। এরপর থেকেই তাকে ভেল্টিনেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন সুলতানা পারভীন বিউটি।

বর্তমানে এমপি ইসরাফিল আলমের অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে তার জন্য নওগাঁর সংসদীয় আসনের মানুষসহ দেশবাসীর কাছে দোয়াও প্রার্থনা করেন তিনি।

দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনির সমস্যায়ও ভুগছিলেন ইসরাফিল আলম।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জাপার নতুন মহাসচিব শামীম হায়দার
প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে নেমেছে পুলিশ
মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়

আরও খবর