Header Border

ঢাকা, রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৪৫°সে

ওই জেমস! ঈদের গান কই? নাকি ভয়েস গেছেগা

সময় সংবাদ লাইভ রির্পোটঃ নগর বাউলখ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমসকে নিয়ে একের পরে এক বিস্ফোরক মন্তব্য করেছেন ‘সারেগামাপা’র গায়ক মাইনুল আহসান নোবেল। একটি, দুটি নয় চাঁদরাত থেকে গত ৯ ঘণ্টায় নোবেল তার ভেরিফায়েড ফেসবুক পেইজে মোট ১৭টি পোস্ট দিয়েছেন। যার মধ্যে ১৪টিই হচ্ছে সরাসরি নগরবাউল জেমসকে উদ্দেশ্য করে। তারমধ্যে বেশিরভাগই আপত্তিকর মন্তব্য!

শুধু তাই না, দেশের আরেক জনপ্রিয় সুরকার ইথুন বাবুকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন নোবেল। আর এর আগের পোস্টেই তিনি লিখেছেন, ‘কর বেটা! মামলা কর! একটু জেল খাটি!’

এর আগে বেশিরভাগ পোস্টই ছিল জেমসকে ঘিরে আপত্তিকর ও আক্রমণাত্মক। যার শুরুটা হয় এভাবে- ‘তোদের সো কল্ড লেজেন্ড জেমসের কয়ডা গান রিলিজ হইসে গত কয়েক বছরে? ঝিমায় গেছে নাকি? লুল!’

অল্প বিরতি দিয়ে নোবেল একে একে পোস্ট করেন। যার কথাগুলো এমন- ‘জেমসকে ওপেন CHALLENGE! একই গান জেমস গাবে, আমিও গাবো!!’

ওই জেমস! গান গাবা এক স্টেজে? তোমারে ১০০০ মিউজিশিয়ান দেবো। আর আমি একা একটা মাইক্রোফোন!’

‘বেটা বয়স হইসে। এবার বাদ দে গান বাজনা। বহুত করসোস।‘

‘সারা জীবন মার্জুকের, প্রিন্সের, রেন্ডিয়ার প্রিতমের গান গায়া হিট হইছো! নিজে কি ছিড়ছো?’

‘জেমস “অভিনয়” কভার করুক। তারপর বুঝবো কার গলায় কত জোর। আমি জেমসের গান ঘুমায় ঘুমায় গেয়ে দেবো। লুল।’

‘লেগেন্ড রে!! ওরে লেগেন্ড!! গলা দিয়ে আওয়াজ বেরোয় না! আবার লেগেন্ড মারায়! বুইড়া!’

‘ওই জেমস! ঈদের গান কই? নাকি ভয়েস গেছেগা?’

নোবেল এক পোস্টে আরও লিখেছেন, ‘পতিতামুক্ত INDUSTRY হোক!!’

‘আমি তুমি, তুমি আমি গানের নামে কত পয়ঃবর্জ্য ত্যাগ করবি? এবার একটু গান বাজনা কর, ফাতরামি বাদ দিয়া। শালার শিল্পী রে। আহারে!!!’ ইত্যাদি।

উপমহাদেশের প্রখ্যাত এই ব্যান্ডতারকাকে নিয়ে নোবেলের কেন এমন সিরিজ পোস্ট? সে বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি নোবেলের কাছে। বেশ কয়েকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

অন্যদিকে, জেমসের পক্ষ থেকেও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে নোবেলের এমন আচরণের কারণে ফেসবুক হয়ে সংগীতাঙ্গনে বিরাজ করছে থমথমে ক্ষোভ। এর আগেও, একইভাবে বিতর্ক কিংবা বিদ্বেষ ছড়িয়েছেন নোবেল। তবে এবারের মতো এতো আপত্তিকর বক্তব্য ছিল না সেগুলো। তার এসব বক্তব্য ঘিরে নেটদুনিয়া চলছে তুমুল সমালোচনা। আবার জেমসকে ঘিরে নোবেলের এই সিরিজ পোস্টের পেছনে হ্যাকারদের হাত থাকতে পারে বলেও অনেক ভক্ত সন্দেহ পোষণ করেছেন।

সময় সংবাদ লাইভ।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

বাজেটের আকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।
কবি বন্ধু দেলোয়ারের ’’অপেক্ষার সীমানায়’’
বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব বানাতে আহ্বান
গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
সাত ব্যাংকেই ৩৬ হাজার কোটি টাকার ঋণ সালমান এফ রহমানের
এ বছর বেশি শীত অনুভূত হওয়ার কারণ কী ?

আরও খবর