Header Border

ঢাকা, বুধবার, ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৭.৭°সে

কাঠালিয়াতে ডোবায় গৃহবধূর মরদেহ উদ্ধার

সময় সংবাদ রিপোর্টঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামের একটি ডোবা থেকে ফারজানা (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১০ অক্টোবর) সকালে বাড়ি সংলগ্ন একটি ডোবা থেকে গৃহবধূ ফারজানার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, শনিবার রাতের খাবার শেষে ঘরে ঘুমিয়ে পড়েন গৃহবধূ ফারজানা। এরপর রাত ২ টার দিকে সে ঘরের দরজা খুলে বাহিরে বের হয়।পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুজি করে কোথাও পায়নি তাকে। পরে সকালে প্রতিবেশীরা বাড়ি সামনে ডোবায় ফারজানার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় ফারজানার পিতার বরাত দিয়ে জানান, গৃহবধূ ফারজানা মানসিক ভারসম্যহীন ছিলেন। তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ফারজানার পিতা মানিক ফকির জানান, ফারজানার একটি দু’মাসের কন্যা সন্তান রয়েছে। গভীর রাতে তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। সকালে বাড়ির পাশের ডোবায় তার মরদেহ ভাসতে দেখা যায়।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত নানা অনুষ্ঠান করবে সরকার
মব জাস্টিসের নামে কোন কর্মকাণ্ড সমর্থন করে না বিএনপি : রিজভী
গড়ে ৪ জন প্রার্থী বিএনপির, একক প্রার্থী জামায়াতের
মাদকের করালগ্রাসে ক্ষতবিক্ষত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম
‘সমাজকে মাদকমুক্ত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’
বিমানবন্দরে সতর্কতা জোরদারের নির্দেশ

আরও খবর