সময় সংবাদ লাইভ রির্পোটঃঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে সকাল ৮ টার দিকে একটি দোকান থেকে আগুনের সুত্র পাত হলে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরে আশপাশের দোকান গুলোতে খতিগ্রস্ত দোকানের মধ্যে রয়েছে মুদি মনোহরি ঔষধ প্রসাধনী রেস্টুরেন্ট কসমেটিকস সহ জুতা কাপড়ের দোকান বাত যায়নি ছোট চায়ের দোকান গুলো অনুমান করা হয়েছে ছোট মাঝারি বড় মিলিয়ে ত্রিশ থেকে পয়ত্রিশ টি দোকান পুরেগেছে কৈখালী বাজার মালিক সমিতির সভাপতি মোঃ আঃ মান্নান মৃধা সময় সংবাদ লাইভ কে বলেন আজকের অগ্নিকাণ্ডে আনুমানিক চার কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে ব্যবসাইদের। অনেক ব্যবসাই আর্তনাদ করে বলেন আমরা এনজিও সহ ভিবিন্ন ব্যাংক লোন নিয়ে ব্যবসা করে জিবিকা
নির্বাহ করতাম আজকে আমাদের এক মাত্র সম্বল হারিয়ে নিস্ব হয়ে গেলাম কাঠালিয়া ফায়ার সার্ভিস এর কর্মকর্তা জানান আগুনের সুত্রপাত এখনো সঠিকভাবে বলা সম্ভব নয় তবে আমাদের কাজ চলছে আশাকরছি অল্প সময়ের মধ্যেই উৎঘাটন করতে পারব।
মোঃহাসান খান, ঝালকাঠি প্রতিনিধি, সময় সংবাদ লাইভ।