সময় সংবাদ লাইভ রির্পোটঃ ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার মহিষকান্দি রামপুর সংযোগ সড়কের একমাত্র ব্রিজটি এখন চলাচলের অনুপযোগি হয়ে পড়ছে। উল্লেখ্য ৯ নং ওয়ার্ড রামপুরে ৮৫ নং রামপুর মহিষকান্দি সমবায় সঃ প্রাথমিক বিদ্যালয়টি থাকায় মহিষকান্দির অসংখ্য কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা যাওয়া করতে পারাপার এর সময় পড়তেহয় নানাবিধ বিড়ম্বনায়।
সরেজমিনে দেখা যায় ব্রিজটির উপরে বিছানো পাকা স্লাভ ভেঙ্গে যাওয়ায় ব্যাবহার করা হয়েছে সুপারি গাছ,ভেঙ্গে গেছে খুটি তাই যেকোনো সময় ধসে পরা সহ ঘটতে পারে মরমান্তিক দুর্ঘটনা রামপুর বাসি খোভ প্রকাশ করে বলেন ডিজিটাল এই যুগে একটি ব্রিজের জন্য আমাদের জিবন যাত্রা ব্যাহত হচ্ছে এটা একেবারেই কাম্য নয় মহিষকান্দির একাধিক লোক অভিযোগ করেন অনেক বার যথাযথ কর্তিপক্ষের সাথে যোগাযোগ করেও কোনো সুফল পাইনি আমাদের প্রানের দাবি অনতি বিলম্বে আমাদের ব্রিজটি সংস্কার করা হবে আমরা আসাবাদি।
মোঃ হাসান খান, ঝালকাঠি প্রতিনিধি,সময় সংবাদ লাইভ।