সময় সংবাদ লাইভ রির্পোটঃ খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার এনটিভির খুলনা প্রতিনিধি আবু তৈয়বকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ভার্চুয়াল আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে এই সাংবাদিককে নূরনগর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আবু তৈয়ব যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকারও খুলনা প্রতিনিধি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, মঙ্গলবার তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক মামলা করেন। তিনি কেসিসি মেয়রকে জড়িয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দিয়েছিলেন। এই মামলায় দৈনিক লোকসমাজ পত্রিকার রামপাল প্রতিনিধি সবুর রানাকেও আসামী করা হয়েছে জানা গেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ সাইদুর রহমান জানান, আদালতের মাধ্যামে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তীতে রিমান্ডে নেওয়া হতে পারে।
সময় সংবাদ লাইভ।