Header Border

ঢাকা, রবিবার, ৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৫.৪°সে

খুললো সুয়েজ খাল, জট কাটতে লাগবে ৪ দিন

সপ্তাহব্যাপী বন্ধ থাকার পর অবশেষে খুলেছে বিশ্ববাণিজ্যের অন্যতম পথ সুয়েজ খাল। আটকে থাকা বিশাল পণ্যবাহী জাহাজ এভার গিভেনকে সোমবার পুরোপুরি সরাতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। তবে খাল দিয়ে জাহাজ চলাচল শুরু হলেও এর দুই পাশে আটকে পড়া কয়েকশ বাণিজ্যিক জাহাজের জট কাটাতে তিন থেকে চারদিন সময় লাগতে পারে।

সুয়েজ খাল নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবি খাল পুনরায় খুলে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের

ডাচ উদ্ধারকারী কোম্পানি বোসকালিসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পিটার বার্ডোওস্কি বলেন, সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এভার গিভেন আবার চলতে শুরু করে। এর মধ্য দিয়ে সুয়েজ খালে যান চলাচলের পথ উন্মুক্ত হয়েছে।

ওসামা রাবি জানিয়েছেন, খালের দুই পাশে চার শতাধিক জাহাজ আটকা পড়েছে। আশা করা হচ্ছে দৈনিক অন্তত ১১৩টি জাহাজ খাল পার হতে পারবে। এমনভাবে চললেও জট কাটাতে তিন থেকে চারদিন সময় লাগতে পারে।

গত ২৩ মার্চ ইউরোপ-এশিয়ার সংযোগ স্থাপনকারী সুয়েজ খালে আটকা পড়ে তাইওয়ানভিত্তিক এভারগ্রিন কোম্পানির পণ্যবাহী জাহাজ এভার গিভেন। এরপর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় এশিয়া থেকে ইউরোপে যাওয়ার সংক্ষিপ্ততম এই নৌপথ। ফলে হঠাৎ করেই থমকে গিয়েছিল দু’মহাদেশের মধ্যে বাণিজ্যিক আদান–প্রদান। সোমবার ওই বাধা কাটায় স্বস্তি ফিরল বিশ্ববাণিজ্যে।

সময় সংবাদ লাইভ /৩০মার্চ

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের ৩০ হাজার ৮০৯ ভবনের ক্ষতি
হামলা হয়েছে মার্কিন সামরিক ঘাঁটিতে, কাতারকে লক্ষ্য করে নয় : ইরান
যুক্তরাষ্ট্রের হামলার পর যে বার্তা দিলেন খামেনি
ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে মধ্যস্থতার উদ্যোগের প্রস্তাব দিয়েছেন পুতিন।
নেতানিয়াহুকে হামলা চালিয়ে যেতে বললেন ট্রাম্প
প্রতিশোধ নিতে প্রস্তুত ইরান

আরও খবর