সময় সংবাদ লাইভ রির্পোটঃকোভিড 19, মহামারি সময় ৪ তারিখের পর কিছু কিছু কোম্পানি খুলে দেবার কারণে অনেক কোম্পানির মার্কেটিং কর্মচারীরা পোহাতে হচ্ছে চরম ভোগান্তি.অফিস খোলা থাকার কারণে ঠিক মত অফিসে যাতায়াত ও মার্কেটে যেতে পারছেনা সময় মত, এতে তারা তাদের চাকরি নিয়ে অনিশ্চিতার মধ্যে পরতে হচ্ছে,অফিস কর্তৃপক্ষের রক্তচক্ষুর কারণে মানসিক ভাবে তাদের অনেক চাপ নিতে হচ্ছে দিল পর্যায়ের কর্মচারীদের, এতে করে মানসিক ভাবে ভেঙে পরছে কর্মচারী বৃন্ধ।একই চিন্তা কখন যেন চাকরি চলে যায়,আবার রাস্তায় চলাচল করতে গিয়ে পোয়াতে হচ্ছে পুলিশের ভোগান্তি।
মার্কেট গুলোতে সরেজমিনে গিয়ে দেখা যায়, মার্কেট গুলো বন্ধ থাকছে কিন্তু চাকুরী বাঁচানোর জন্য যেতে হচ্ছে মার্কেটিংয়ের কর্মচারীগন। তারপর মার্কেট এর সামনে থেকে প্রতিদিন কিছু না কিছু সাধারণ মানুষ এবং মার্কেটিং কর্মচারীগন যারা মার্কেট এ আসতে হয় চাকরি বাঁচানোর জন্য তাদের কাউকে না কাউকে পুলিশের ভোগান্তি পোহাতে হচ্ছে, অনেক সময় পুলিশ তাদের ধরে নিয়ে যাচ্ছে। যেমন ঢাকার হাতিরপুল মোতালেব প্লাজার সামনে থেকে প্রতিদিন কাউকে না কাউকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ।
সময় সংবাদ লাইভ।