সময় সংবাদ লাইভ রির্পোটঃ মার্কিন কোম্পানি জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকা নিয়ে ‘রক্ত জমাট বাঁধার’ ঘটনার সম্ভাব্য প্রমাণ পাওয়া গেছে। কিন্তু তাতে ঝুঁকি কম এবং উপকারিতা বেশি বলে জানিয়েছে ইউরোপিয়ান মেডিকেল এজেন্সি (ইএমএ)। গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) এক বিবৃতিতে তারা এসব তথ্য জানায়।
এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের ৭০ লাখের বেশি মানুষ জনসনের এই টিকা নিয়েছেন। তাদের মাত্র আট জনের দেহে রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। তাদের মধ্যে একজন মারা গেছেন।
কিছুদিন আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিড টিকা নিয়েও রক্ত জমাট বাঁধার মতো ঘটনা ঘটেছে। এতে করে উদ্বিগ্ন অনেক দেশ এর প্রয়োগ বাতিল করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওই টিকা নিয়েও চলতি মাসের শুরুতে একই ধরনের অবস্থানের কথা জানিয়েছিল ইএমএ। পরে সবাই টিকার প্রয়োগ শুরু করে।
ইএমএ মঙ্গলবারের বিবৃতিতে জানিয়েছে, ‘রক্ত জমাট বাঁধার উপসর্গকে জনসন টিকার খুব ‘বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার’তালিকাতেই রাখা উচিত। যুক্তরাষ্ট্রে টিকা নিয়ে তিন সপ্তাহ পর ৬০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে এটা দেখা গেছে। তাদের বেশির ভাগই ছিলেন নারী।’
সময় সংবাদ লাইভ।