সময় সংবাদ রিপোর্ট : রাজধানীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রির ভুয়া কার্ড দিয়ে পণ্য সংগ্রহ সময় হাতেনাতে ধরা পড়ে কয়েকজন নারী। আজ বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল পৌনে ৯ টার ঢাকা মহানগর দক্ষিণ অন্তর্ভুক্ত ৩ নং ওয়ার্ডের মেরাদিয়া ভুঁইয়া পাড়া এলাকায় টিসিবি ডিলারের স্বত্বাধিকারী জনাব নবী হোসেন টিসিবি পণ্য কার্ড দেখে সন্দেহ হয়। এ ব্যাপারে নবী চ্যালেঞ্জ করলে কার্ডের গ্রাহকরা জানায়, তারা ২ নং ওয়ার্ডে বসবাস করেন। যুব মহিলা লীগ নেএী তাদেরকে টিসিবি কার্ড প্রদান করেছে।
পরবর্তীতে নবী স্থানীয় কাউন্সিলর জনাব মাকসুদ হোসেন মহসিনকে বিষয়টি অবগত করেন। মাকসুদ হোসেন মহসিন এর উপস্থিতিতে খিলগাঁও থানার সাব ইন্সপেক্টর জনাব হাসান উপস্থিত নারীদের কাছ থেকে ১১ টি টিসিবি’র ভুয়া কার্ড উদ্ধার করেন। এ বিষয়ে সাব ইন্সপেক্টর জনাব হাসান কে টেলিফোন করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে, জালিয়াতির অভিযোগে এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।