সময় সংবাদ রির্পোটঃ তারকা সমৃদ্ধ পিএসজি স্ত্রাসবুর্গের বিপক্ষে মাঠে নেমেছিল একঝাঁক তারকা ছাড়াই। তবে জয় তুলে নিতে কোনো রকমের অসুবিধা হয়নি দলটির।
শনিবার লিগ ওয়ানের ম্যাচে ৪-২ গোলে জয় তুলে নেয় পিএসজি। নিজে গোল করার সঙ্গে দুই গোলে অবদান রাখেন এমবাপ্পে।
দলটির পক্ষে অন্য তিন গোল করেন মাউরো ইকার্দি, ইউলিয়ান ড্রাক্সলার ও পাবলো সারাবিয়া। স্ত্রাসবুর্গের হয়ে গোল দুটি করেছেন কেভিন গামেইরো ও লুদোভিক আজোক।
প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নিয়েছিল পিএসজি। দ্বিতীয়ার্ধে অবশ্য জোড়া যোগ আদায় করে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছিল স্ত্রাসবুর্গ। যদিও পারেনি। শেষ দশ মিনিট তাদের খেলতে হয়েছে দশ জন নিয়ে।
পার্ক দেস প্রিন্সেসে অনুষ্ঠিত ম্যাচের আগে ভক্তদের মাঝে পরিচয় করিয়ে দেওয়া হয় লিওনেল মেসিকে। মেসির সঙ্গে পরিচয় করে দেওয়া হয় এ মৌসুমে ফরাসি ক্লাবটিতে যোগ দেওয়া আরো চার তারকা- সার্জিও রামোস, আশরাফ হাকিমি, জর্জো ভাইনালডাম ও জিয়ানলুইজি দোন্নারুম্মাকে। মেসি, রামোস, দোন্নারুম্মা এ ম্যাচে ছিলেন না। ছিলেন না নেইমার, অ্যাঙ্গেল ডি মারিয়াও। মেসি-নেইমার একসঙ্গে গ্যালারিতে বসে দেখেছেন দলের খেলা।
এমপি