Header Border

ঢাকা, বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২৭.১১°সে
শিরোনাম
চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে সেনা প্রধানের সাক্ষাৎ সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় ! সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় ! অন্তর্বর্তী সরকারকে আরও সময় দিতে চায় বিশ্ব সম্প্রদায় ! ফিলিস্তিনকে সমর্থন ও ইসরাইলকে বয়কটের আহ্বান এরদোগানের আজ ঢাকায় সমাবেশ,৯ মহানগরে শোভাযাত্রা;নতুন বার্তা দেবেন তারেক রহমান মোজাম্মেল-শাহরিয়ার-শ্যামল ৭ দিনের রিমান্ডে ডিসি নিয়োগ নিয়ে আজও বিক্ষোভ সচিবালয়ে অন্তর্বর্তীকালীন সরকারে কাছে ৯টি দফা দাবি জানিয়েছে নদী ও প্রাণ-প্রকৃতি নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর ট্রাস্ট’।

দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ নেতার রাজনীতি ছাড়ার ঘোষণা

সময় সংবাদ রিপোর্ট : প্রায় এক যুগ পর কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের ১৯ সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি গত বুধবার অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ। কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিয়েছেন মোহাম্মদ আরমিন নামে ছাত্রলীগের এক নেতা।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে দুধ দিয়ে গোসল করার একটি ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন আরমিন। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কমিটিতে ১ নম্বর সহ-সভাপতির পদ দেয়া হয়েছিল আরমিনকে। এর আগে আরমিন পাকুন্দিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কমিটি প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার বিকেলে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেন তিনি।

পরে রাতে দুধ গোসলের ওই ভিডিও পোস্ট নিজের ফেসবুক ওয়ালে ছাড়েন। ভিডিও পোস্টটিতে তিনি লেখেন, ‘১২ বছর ছাত্রলীগ থেকে আমার অর্জন সাতটা মামলার আসামি, সর্বোচ্চ গ্রাউন্ড নিয়ে গত এক বছর পুলিশের হয়রানি। বিদায় বেলায় পেশাগত জীবনে পঙ্গু, শূন্য পকেটে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলাম।’

পোস্টটিতে তিনি আরো লেখেন, ‘ছাত্রদল থেকে আগত, বিএনপি পরিবার থেকে আগত কারো কাছে আত্মসমর্পণের চেয়ে বিদায় নেয়া বেটার সিদ্ধান্ত, রাজনীতিটা বুক দিয়ে নয়, আবেগ দিয়ে করেছি, আবেগে ভেজালের স্থান নেই। ভালো থাকবে প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ভালোবাসার সুলতান গ্যাং………… দ্যা কোল্ড ব্লাডেড মার্ডারার। প্রকৃতি কাউকে খালি হাতে ফেরায় না, প্রকৃতি সঠিক সময়ে ফিরিয়ে দেয়, দিবে, অপেক্ষায় থাকলাম।’

এ বিষয়ে ছাত্রলীগ নেতা আরমিন মিয়া বলেন, ’ছাত্রদল থেকে আসা সভাপতির পদ পাওয়া ব্যক্তির পেছনে রাজনীতি করতে পারব না। বয়সের কারণে সিনিয়রদের কমিটিতে রাখা হয়নি। ঘোষিত কমিটিতে আমিই সবার সিনিয়র। সভাপতি করা হলে আমাকে করা হবে। আমি কোন পদের প্রার্থী তা জিজ্ঞেস না করেই ফেসবুকে কমিটি ঘোষণা করা হয়েছে।’

আরমিন আরো বলেন, ‘আমি দুঃখে দুধ দিয়ে গোসল করে ছাত্র রাজনীতির ইতি টানলাম।’

উল্লেখ্য, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার রাতে পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি প্রকাশ করা হয়। আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া নতুন কমিটিতে নাজমুল আলমকে সভাপতি ও মোহাম্মদ তোফায়েল আহমেদ তুহিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ, মাংস ও সবজি
সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !
সেনাবাহিনীর এই অভিযানে একজন অপরাধীও যেন বাদ না যায় !
অন্তর্বর্তী সরকারকে আরও সময় দিতে চায় বিশ্ব সম্প্রদায় !
আজ ঢাকায় সমাবেশ,৯ মহানগরে শোভাযাত্রা;নতুন বার্তা দেবেন তারেক রহমান
মোজাম্মেল-শাহরিয়ার-শ্যামল ৭ দিনের রিমান্ডে

আরও খবর