Header Border

ঢাকা, বুধবার, ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ (বর্ষাকাল) ২৪.৯৮°সে

নলছিটির পশ্চিম গোপালপুরে কোমল পানীয়’র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ; গ্রেফতার ১

সময় সংবাদ নলছিটি প্রতিনিধি রিপোর্টঃ   কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নাসির হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে ধর্ষণের শিকার কিশোরীর বোন থানায় লিখিত অভিযোগ দিলে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার নাসির উপজেলার পশ্চিম গোপালপুর এলাকার মৃত মজিদ হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৪ নভেম্বর) সকালে তিন বোনকে রেখে তাদের বাবা-মা বরিশাল যান। রাতে তারা মোবাইলে লুডু খেলার সময় অভিযুক্ত নাসিরও তাদের সঙ্গে যুক্ত হন। এ সময় তিনি কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ান। পরে তিন বোন অচেতন হয়ে পড়লে তাদের মধ্যে একজনকে ধর্ষণ করা হয়। পরে বিষয়টি বুঝতে পেরে এক বোন নলছিটি থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে নাসিরকে গ্রেফতার করে থানায় নেয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ভূক্তভোগীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার বোনের মামলায় অভিযুক্তকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

মোঃ সোহেল মাহমুদ,নলছিটি প্রতিনিধি, সময় সংবাদ live.

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

জাপার নতুন মহাসচিব শামীম হায়দার
প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে নেমেছে পুলিশ
মতিঝিল থেকে ২৮ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার
সরকার পতনের ছক আকছে আওয়ামী লীগ !
সব বিভাগে টানা ৫ দিন বৃষ্টির আভাস
৪৪তম বিসিএসে ৪৩০টি পদ বাড়ানোর প্রস্তাব করা হলেও এতে সায় দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়

আরও খবর